ঢাকা, ২৬ আগস্ট, ২০২৫ (বাসস): জিয়া পরিষদ নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড. মো. আবদুল লতিফকে এই কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।
ড. মো. আবদুল লতিফ শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
জিয়া পরিষদের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ডা. আবদুল কুদ্দুস দির্ঘদিন ধরে হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন থাকায় জিয়া পরিষদ নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড. মো. আবদুল লতিফকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন, তা অনুমোদন করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জিয়া পরিষদ নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুমোদন সংক্রান্ত আবেদনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলাপ করে এই অনুমোদন দেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৬ জুলাই অনুষ্ঠিত জিয়া পরিষদ নির্বাহী কমিটির সভার সিদ্ধান্তের আলোকে ২৭ জুলাই বিএনপি মহাসচিবকে লেখা জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব প্রফেসর ড. মো. এমতাজ হোসেন স্বাক্ষরিত পত্রে গৃহিত সিদ্ধান্ত অনুমোদন চাওয়া হয়।
বিএনপি মহাসচিব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলাপ করে গত ২১ আগস্ট তা অনুমোদন দেন।
নির্বাহী কমিটির সিদ্ধান্তে জানানে হয়, জিয়া পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আব্দুল কুদ্দুস স্ট্রোকজনিত কারণে দীর্ঘ ৯ মাস ধরে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন আছেন।
ডাক্তারদের ভাষ্যমতে, তার সুস্থ হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। এমতাবস্থায় জিয়া পরিষদের কার্যক্রমকে গতিশীল করার জন্য সংগঠনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আবদুল লতিফকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার অনুরোধ করা হয়।
এই অনুরোধের প্রেক্ষিতে ডা. মো. আবদুল লতিফকে জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।
অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ ১৯৬৯ সালের ১৫ জুলাই রাজশাহী জেলার চারঘাট উপজেলায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আনোয়ার হোসেন ও মায়ের নাম সাজেদা বেগম। তিনি রাজশাহীর আড়ানী মনোমোহিনী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এসএসসি ও আড়ানী ডিগ্রি কলেজ থেকে ১৯৮৬ সালে এইচএসসি পাস করেন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯০ সালে তিনি বিএসসি এগ্রি. (অনার্স) ডিগ্রি লাভ করেন।
তিনি গাজীপুর কৃষি বিশ্বববিদ্যালয় (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়) থেকে কীটতত্ত্ব বিষয়ে ২০০০ সালে এমএস ও ২০০৭ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
আব্দুল লতিফ ১৯৯৫ সালে তৎকালীন বাংলাদেশ কৃষি ইনস্টিটিউটের (২০০১ সালে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে উন্নীত) কীটতত্ত্ব বিভাগে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন।
২০০১ সালে তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সহকারী অধ্যাপক, ২০০৭ সালে সহযোগী অধ্যাপক ও ২০২১ সালে অধ্যাপক পদে উন্নীত হন।
অধ্যাপনার পাশাপাশি তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য, বিভাগীয় সভাপতি, ছাত্র হলের প্রভোস্ট, সহকারী প্রক্টর ও শেকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের ৫ সেপ্টেম্বর তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করেন।
দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে তার প্রায় ৭০টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।