ঢাকা, ২৭ আগস্ট, ২০২৫ (বাসস) : তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড মুন্সীগঞ্জ ও রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে পৃথক অভিযান পরিচালনা করেছে।
এ অভিযানে মোট ছয়টি স্থানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিপুল পরিমাণ পাইপলাইন ও সরঞ্জাম জব্দ করা হয়।
মঙ্গলবার মুন্সীগঞ্জের মুক্তারপুর, পঞ্চসার ও সদর এলাকায় অভিযান চালানো হয়। সেখানে তিনটি স্থানে অবৈধ গ্যাস ব্যবহার শনাক্ত হয়। এর মধ্যে মেসার্স তন্ময় ফিশিং নেট ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড নামে একটি শিল্প প্রতিষ্ঠান আবাসিক সংযোগ থেকে অবৈধভাবে গ্যাস ব্যবহার করছিল।
প্রতিষ্ঠানটির বয়লারে ব্যবহার করা প্রায় ২৫০ ফুট হোস পাইপ জব্দ করা হয় এবং সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়। এতে মাসে প্রায় ৪ লাখ ৪০ হাজার টাকা সমমূল্যের গ্যাস সাশ্রয় সম্ভব হবে।
অন্যদিকে রূপগঞ্জের মাহনা, আধুরিয়া ও দুপতারা এলাকায় পরিচালিত অভিযানে প্রায় সাড়ে ৩ কিলোমিটার এলাকার ৩১০টি বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এ সময় দেড় ও ২ ইঞ্চি ব্যাসের মোট ১৪০ ফুট পাইপ এবং ২০০ ফুট প্লাস্টিক পাইপ উচ্ছেদ ও জব্দ করা হয়। প্রতিটি বিতরণ লাইনের উৎস পয়েন্ট থেকে সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়।