মুন্সীগঞ্জ ও রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান

বাসস
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১১:৪৮

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৫ (বাসস) : তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড মুন্সীগঞ্জ ও রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে পৃথক অভিযান পরিচালনা করেছে।

এ অভিযানে মোট ছয়টি স্থানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিপুল পরিমাণ পাইপলাইন ও সরঞ্জাম জব্দ করা হয়।

মঙ্গলবার মুন্সীগঞ্জের মুক্তারপুর, পঞ্চসার ও সদর এলাকায় অভিযান চালানো হয়। সেখানে তিনটি স্থানে অবৈধ গ্যাস ব্যবহার শনাক্ত হয়। এর মধ্যে মেসার্স তন্ময় ফিশিং নেট ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড নামে একটি শিল্প প্রতিষ্ঠান আবাসিক সংযোগ থেকে অবৈধভাবে গ্যাস ব্যবহার করছিল।

প্রতিষ্ঠানটির বয়লারে ব্যবহার করা প্রায় ২৫০ ফুট হোস পাইপ জব্দ করা হয় এবং সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়। এতে মাসে প্রায় ৪ লাখ ৪০ হাজার টাকা সমমূল্যের গ্যাস সাশ্রয় সম্ভব হবে।

অন্যদিকে রূপগঞ্জের মাহনা, আধুরিয়া ও দুপতারা এলাকায় পরিচালিত অভিযানে প্রায় সাড়ে ৩ কিলোমিটার এলাকার ৩১০টি বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ সময় দেড় ও ২ ইঞ্চি ব্যাসের মোট ১৪০ ফুট পাইপ এবং ২০০ ফুট প্লাস্টিক পাইপ উচ্ছেদ ও জব্দ করা হয়। প্রতিটি বিতরণ লাইনের উৎস পয়েন্ট থেকে সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হাটহাজারীতে পাচারকালে সেগুন কাঠ জব্দ, গ্রেফতার ২
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল শুনানি ২১ অক্টোবর
নওগাঁয় হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন 
কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে এবি পার্টির শ্রদ্ধা
মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে বুনিয়া সোহেল গ্যাংয়ের ১১ সদস্য গ্রেফতার
পঞ্চগড়ে রাইস মিলের বর্জ্যে ভূগর্ভস্থ পানি দূষণ
ঝালকাঠিতে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় 
রুশ তেল কেনায় ভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র
গাজীপুরে অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই 
চন্দ্রনাথ মন্দিরের সিঁড়ি উন্নয়নে নির্দেশনা দেয়া হয়েছে : প্রেস সচিব
১০