তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিল শুনানি ২১ অক্টোবর

বাসস
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৫:০০

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৫ (বাসস) : তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন শুনানির পর এ বিষয়ে আপিল শুনানির আবেদন (লিভ গ্রান্ট) মঞ্জুর করেছেন দেশের সর্বোচ্চ আদালত।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ আগামী ২১ অক্টোবর এই শুনানির দিন ধার্য করে আদেশ দেন।

আদালতে বিএনপির রিভিউ আবেদনের পক্ষে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল), জামায়াতের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির, রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও পাঁচ বিশিষ্ট নাগরিকের পক্ষে আইনজীবী শরীফ ভূইয়া শুনানি করেন এবং অপর রিভিউ আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী ১৯৯৬ সালে জাতীয় সংসদে গৃহীত হয়। এই সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট দায়ের করেন।

২০১১ সালের ১০ মে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়। এরপর ওই বছরের ৩০ জুন জাতীয় সংসদে পাস হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন, যেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপসহ আরও কিছু বিষয়ে পরিবর্তন আনা হয়। ২০১১ সালের ৩ জুলাই এই আইনের গেজেট প্রকাশ করা হয়।

তবে এই সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) জন্য বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক ও একজন ব্যক্তি আবেদন করেন।

এদিকে, গত ১৭ ডিসেম্বর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তি-সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশজুড়ে ৩১ হাজার ৫৭৬ পূজামণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি মোতায়েন থাকবে
অন্তর্বর্তী সরকারের আমলেই কুমিল্লা নামে বিভাগ প্রতিষ্ঠা সম্ভব
চট্টগ্রামে পাহাড় থেকে ৬ ‘অস্ত্রধারী সন্ত্রাসী‘ আটক
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে অভিযানে ২৫ জন আটক
বাংলাদেশিদের ঝুঁকিপূর্ণ অভিবাসন পথ এড়িয়ে চলার আহ্বান
ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ ও বিশ্বরোড অংশের কাজ দ্রুত শেষ হবে : সড়ক পরিবহন সচিব
এনসিপির নিবন্ধনের সাথে শাপলা প্রতীক দিতে হবে : নাসির উদ্দিন পাটোয়ারী
অস্ত্র মামলায় রিমান্ড শেষে কারাগারে টগর
সৌদি আরব বাংলাদেশের জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়িতে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার প্রদান
১০