হাটহাজারীতে পাচারকালে সেগুন কাঠ জব্দ, গ্রেফতার ২

বাসস
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৫:০৫
হাটহাজারীতে সেগুন কাঠবোঝাই পিকআপ ভ্যান জব্দ করেছে বন বিভাগ। ছবি: বাসস

চট্টগ্রাম (উত্তর), ২৭ অগাস্ট, ২০২৫ (বাসস) : জেলার হাটহাজারী থেকে সেগুন কাঠ পাচারকালে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে বন বিভাগ। 

তারা সরকারি সংরক্ষিত বন থেকে সেগুন গাছ কেটে পিকআপ ভ্যান করে পাচারের চেষ্টা করছিল। এ সময় কাঠবোঝাই পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।

আজ বুধবার ভোরে উপজেলার পৌরসভা এলাকার লম্বোটিলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, হাটহাজারী পৌরসভার দেওয়ান নগর এলাকার মো. আনিস (২২) এবং পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মো. সোহেল (২৮)।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান,‘গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের কর্মীরা ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় দুজন বনের ভিতর পালিয়ে যায়। বাকি দুজনও সেগুন কাঠবোঝাই একটি পিকআপ নিয়ে পালানোর চেষ্টা করে। পরে বন বিভাগের কর্মীরা ধাওয়া করে সেনাবাহিনীর সহায়তায় গাড়িটিসহ আনিস ও সোহেলকে আটক করে।’

অভিযানকালে ১২ টুকরা সেগুন গোল কাঠ, ১৫টি সেগুন গাছের গোড়াসহ করাত, কুড়াল ও দা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত এবং পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জব্দকৃত কাঠ ও সরঞ্জামাদি বন বিভাগের জিম্মায় রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কোচ কোভাচের সাথে চুক্তি নবায়ন করেছে ডর্টমুন্ড
দেশের মানুষকে দীর্ঘস্থায়ী গণতন্ত্রের পথে নিতে তত্ত্বাবধায়ক সরকারে ফিরতে চাই: অ্যাটর্নি জেনারেল
মাদারীপুরে আন্তঃজেলা ডাকাত দলের সরদার কালু হাওলাদার গ্রেফতার
রাজধানীর জোয়ার সাহারায় মসজিদ ও মন্দিরের জন্যে রেলের জমি বরাদ্দ 
সাতকানিয়ায় ৮০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদককারবারী গ্রেপ্তার  
হত্যাচেষ্টা মামলায় ডাকসুর ভিপি প্রার্থী জালাল কারাগারে
ডিসেম্বরে শেষ হবে পারকি পর্যটন কমপ্লেক্সের কাজ : পর্যটন উপদেষ্টা 
চুয়াডাঙ্গায় অটোমেটেড ভূমি সেবা বিষয়ক কর্মশালা
রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত
চট্টগ্রামে পৃথক অভিযানে গণধর্ষণ মামলার ২ পলাতক আসামি গ্রেফতার
১০