হাটহাজারীতে পাচারকালে সেগুন কাঠ জব্দ, গ্রেফতার ২

বাসস
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৫:০৫
হাটহাজারীতে সেগুন কাঠবোঝাই পিকআপ ভ্যান জব্দ করেছে বন বিভাগ। ছবি: বাসস

চট্টগ্রাম (উত্তর), ২৭ অগাস্ট, ২০২৫ (বাসস) : জেলার হাটহাজারী থেকে সেগুন কাঠ পাচারকালে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে বন বিভাগ। 

তারা সরকারি সংরক্ষিত বন থেকে সেগুন গাছ কেটে পিকআপ ভ্যান করে পাচারের চেষ্টা করছিল। এ সময় কাঠবোঝাই পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।

আজ বুধবার ভোরে উপজেলার পৌরসভা এলাকার লম্বোটিলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, হাটহাজারী পৌরসভার দেওয়ান নগর এলাকার মো. আনিস (২২) এবং পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মো. সোহেল (২৮)।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান,‘গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের কর্মীরা ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় দুজন বনের ভিতর পালিয়ে যায়। বাকি দুজনও সেগুন কাঠবোঝাই একটি পিকআপ নিয়ে পালানোর চেষ্টা করে। পরে বন বিভাগের কর্মীরা ধাওয়া করে সেনাবাহিনীর সহায়তায় গাড়িটিসহ আনিস ও সোহেলকে আটক করে।’

অভিযানকালে ১২ টুকরা সেগুন গোল কাঠ, ১৫টি সেগুন গাছের গোড়াসহ করাত, কুড়াল ও দা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত এবং পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জব্দকৃত কাঠ ও সরঞ্জামাদি বন বিভাগের জিম্মায় রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গাজায় যুদ্ধবিরতি বহাল
রাজশাহীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
চাঁদপুরে একমাসে সেনাবাহিনীর ১৫৬ অভিযান
ট্রাম্পকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদান করবে ইসরাইল
রাঙ্গামাটিতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু
ঝালকাঠিতে দুদকের গণশুনানি, শতাধিক অভিযোগ
ঝিনাইদহে সাপের কামড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
দুর্যোগ প্রশমন দিবসে রাজবাড়ীতে র‌্যালি ও সভা
সারাদেশে দিন-রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা
১০