মেক্সিকো সিটিতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছে এনডিসি প্রতিনিধি দল

বাসস
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ২০:৪০
ছবি : বাসস

ঢাকা, ২৭ আগস্ট ২০২৫ (বাসস) : মেক্সিকো সরকারের আমন্ত্রণে সরকারি সফরে মেক্সিকোতে থাকা বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)’র উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল মঙ্গলবার মেক্সিকো সিটিতে বাংলাদেশের দূতাবাস পরিদর্শন করেছে।

আজ এখানে প্রাপ্ত এক বার্তায় বলা হয়, মেক্সিকোতে বাংলাদেশের দূত মো. মুশফিকুর ফজল আনসারী প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং দূতাবাসের চলমান কূটনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কার্যক্রম সম্পর্কে তাদের সংক্ষিপ্তভাবে অবহিত করেন।

বার্তায় বলা হয়েছে, এই সফর বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করবে এবং বাংলাদেশ ও মেক্সিকোর মধ্যে সহযোগিতা সম্প্রসারণে ভূমিকা রাখবে।

দূত আনসারী তার বক্তব্যে বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই সফর পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করবে এবং মেক্সিকোর সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদি অংশীদারিত্বকে আরও দৃঢ় করবে।’

তিনি এনডিসির অবদানের প্রশংসা করে বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে, এনডিসি জাতীয় নিরাপত্তা, কৌশল ও উন্নয়নে সামরিক ও নাগরিক নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এর স্লোগান ‘জ্ঞানই নিরাপত্তা’ আমাদের ভবিষ্যৎ নেতাদের আন্তর্জাতিক পর্যায়ে আরও দক্ষ করে গড়ে তুলছে।’

এ উপলক্ষে চ্যান্সারি প্রধান আবদুল্লাহ আল ফারহাদ ‘বাংলাদেশ-মেক্সিকো দ্বিপক্ষীয় সম্পর্ক: পারস্পরিক উন্নয়নের অংশীদারিত’ শীর্ষক একটি প্রেজেন্টেশন দেন।

প্রেজেন্টেশনে দ্বিপক্ষীয় সহযোগিতার পাঁচ দশক ধরে অর্জিত অগ্রগতি, বিভিন্ন সমঝোতা স্মারক স্বাক্ষর এবং বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা, বিমানসেবা ও বহুপাক্ষিক প্ল্যাটফর্মে সম্ভাব্য অংশীদারিত্ব তুলে ধরা হয়।

এ ছাড়াও উল্লেখ করা হয়, ২০২৫ সালের মাত্র ছয় মাসে মেক্সিকোতে বাংলাদেশের রপ্তানি ৯০ মিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে ৭১৬ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা মেক্সিকোকে লাতিন আমেরিকায় বাংলাদেশের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার করে তুলেছে।

প্রতিনিধি দলকে নেতৃত্ব দেন রিয়ার অ্যাডমিরাল এ কে এম জাকির হোসেন ও এয়ার ভাইস মার্শাল এম মুস্তাফিজুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অধ্যাপক ড. এম. শমশের আলীর স্মরণসভা অনুষ্ঠিত
চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
প্রতি কেজি আলুর সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ
ডিপ্লোমা কৃষিবিদদের পদোন্নতি জটিলতা : সমাধান চায় ডিকেআইবি
ডেঙ্গুতে আজ ৪৩০ জন আক্রান্ত
সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর সতর্ক সংকেত
ফ্যাসিস্ট হাসিনা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করেছেন: রিজভী
আইভরি কোস্টে প্রেসিডেন্ট পদে লড়তে চান ৬০ জন
আফগানিস্তানে বাস দুর্ঘটনায় নিহত ২৫
পল্লী এলাকার অবকাঠামো উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর: পিরোজপুর জেলা প্রশাসক
১০