ডিপ্লোমা কৃষিবিদদের পদোন্নতি জটিলতা : সমাধান চায় ডিকেআইবি

বাসস
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ২২:৩৭

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৫ (বাসস): ডিপ্লোমা কৃষিবিদদের পদোন্নতি নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতা চললেও এখনো এর সুরাহা হয়নি। উপসহকারী কৃষি অফিসাররা অভিযোগ করছেন, একই পদে দীর্ঘ ৩৫ বছর চাকরি করেও তারা প্রকৃত পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন।

২০২২ সালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) ধাপে ধাপে ৪৫০ জন উপসহকারী কৃষি অফিসারকে একই গ্রেডে ও নিজ বেতনে সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার পদে চলতি দায়িত্বে পদোন্নতি দেয়। তবে বেতন ও গ্রেডে কোনো পরিবর্তন হয়নি। ইতোমধ্যে পদোন্নতি পাওয়া ৩১৩ জন চলতি দায়িত্বেই অবসরে গেছেন।

ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি) এই প্রক্রিয়াকে “নজিরবিহীন” বলে উল্লেখ করেছে। তাদের মতে, উপসহকারী কৃষি অফিসার (১০ম গ্রেড) ও সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার (একই ১০ম গ্রেড) সমমর্যাদায় থাকায় এটি প্রকৃত পদোন্নতি হিসেবে গণ্য হয় না।

বিগত কয়েক বছর ধরে কৃষি মন্ত্রণালয় বিভিন্ন সময়ে নিয়োগবিধি সংশোধনের নির্দেশ দিলেও তা বাস্তবায়িত হয়নি। ২০০৮, ২০০৯, ২০১৩, ২০১৮ ও সর্বশেষ চলতি বছরের মার্চ মাসে মন্ত্রণালয় নিয়োগ বিধি পরিবর্তনের জন্য নির্দেশ দিলেও অধিদপ্তর কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ রয়েছে।

এই পরিস্থিতিতে উপসহকারী কৃষি অফিসারদের সংগঠন ডিকেআইবি কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে এবং তারা মামলার প্রস্তুতিও নিচ্ছে। একই সঙ্গে তারা বৈষম্য নিরসনে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।

তাদের মূল দাবি হলো - ডিপ্লোমা কৃষিবিদদের প্রকৃত পদোন্নতি নিশ্চিত করা এবং নিয়োগ বিধি সংশোধন করে তাদের পদোন্নতির সুযোগ সৃষ্টি করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সারাদেশে পুলিশের অভিযানে ১,৬৬২ জন  গ্রেফতার 
বাংলাদেশ-উজবেকিস্তান গবেষণা সহযোগিতা জোরদারে বৈঠক
চট্টগ্রাম বন্দরে অনুপ্রবেশের চেষ্টাকালে তিনজন আটক
সিলেটে পৌঁছেছে নেদারল্যান্ডস ক্রিকেট টিম: কাল থেকে অনুশীলন
ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ২০ জন
অধ্যাপক ড. এম. শমশের আলীর স্মরণসভা অনুষ্ঠিত
চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
প্রতি কেজি আলুর সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ
ডিপ্লোমা কৃষিবিদদের পদোন্নতি জটিলতা : সমাধান চায় ডিকেআইবি
ডেঙ্গুতে আজ ৪৩০ জন আক্রান্ত
১০