ঢাকা, ২৭ আগস্ট, ২০২৫ (বাসস): অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় গতকাল বিশেষ অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানার বিভিন্ন স্থান থেকে ১৩ জনকে এবং সেনাবাহিনীর সহায়তায় পৃথক এক অভিযানে হত্যা মামলার ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- গোলাম মোহা. জিলানী (৬৮), রমজান (২১), মাসুম (২৬), রবিন (২৬), শাকিব (২২), দিপু (২৫), সুজন (২৬), আরিফুর রহমান রফি (৪০), মানিক (২২), সাব্বির (৩০), সোহাগ (২০), শাওন (২২), সেলিম (৩০), মিরাজ (২০), রাব্বি (১৯), শামিম (১৯), শান্ত (২০), জাবেদ আলী (৩৫), রিফাত (১৯) এবং রায়হান (২৪)।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানে তাদের কাছ থেকে ছয়টি ধারালো সামুরাই, তিনটি স্টিলের চাকু, একটি ধারালো ডেগার, নগদ পাঁচ হাজার একশ টাকা, চারটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধীরা রয়েছেন।