রাকসু নির্বাচন ২৫ সেপ্টেম্বর

বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৯:০২
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ফাইল ছবি

রাজশাহী, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস) : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ সেপ্টেম্বর।

গতকাল রাতে রাকসু নির্বাচন কমিশনের এক জরুরি বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে মাত্র নয় ঘণ্টা আগে ২৮ সেপ্টেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল, তবে দুর্গাপূজার সঙ্গে মিলে যাওয়ায় তা পরিবর্তন করা হয়।

এ প্রসঙ্গে অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের মহাষষ্ঠীর কথা বিবেচনা করে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচনের তারিখ ২৫ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। 

নতুন সূচি অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ চলবে ২৪ থেকে ৩১ আগস্ট পর্যন্ত। জমা দেওয়া যাবে ১ থেকে ৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ৮ ও ৯ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১১ সেপ্টেম্বর। আপত্তি দাখিল ও নিষ্পত্তির তারিখ ১৪ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা  হবে ১৬ সেপ্টেম্বর।

২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে নিরবিচ্ছিন্নভাবে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

এর আগে, গত ১৯ আগস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। মোট ভোটার ২৫ হাজার ১৫২ জন।  যার মধ্যে নারী শিক্ষার্থী ১৫ হাজার ৪৬৮ জন।

৩৫ বছর পর আবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাকসু নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার ফিরে পেতে যাচ্ছেন। সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৮৯-৯০ শিক্ষাবর্ষে।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রস্তুতি চলছে পুরোদমে। রাকসু সংবিধান অনুযায়ী প্রতি বছরই ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কথা থাকলেও নানা কারণে দীর্ঘদিন ধরে এ প্রক্রিয়া স্থগিত ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে রেমিট্যান্স প্রবাহ ২৪.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে
নগরজীবনের মানোন্নয়নে অভ্যন্তরীণ সহযোগিতা ও স্থানীয় অংশীদারিত্ব জোরদার করবে এডিবি
সুকুক সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন ড. আনিসুজ্জামান
মেজর জেনারেল মেসবাহউদ্দিন আহমেদ চা বোর্ডের নতুন চেয়ারম্যান
আর্থিক চাহিদা পূরণে পুঁজিবাজার থেকে তহবিল সংগ্রহের আহ্বান অর্থ উপদেষ্টার
সিরাজগঞ্জ সরকারি কলেজে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা
আপিল বিভাগের অবকাশকালীন বেঞ্চে বিচারপতি ফারাহ মাহবুব মনোনীত
পাকিস্তানের সীমান্ত এলাকায় বিমান হামলায় নিহত ২৩: পুলিশ, নিরাপত্তা সূত্র
নওগাঁয় শিক্ষার্থীদের স্কুলমুখী করতে অর্থ সহায়তা
ক্যান্সার প্রতিরোধে দিনাজপুরে সচেতনতামূলক সেমিনার
১০