রাকসু নির্বাচন ২৫ সেপ্টেম্বর

বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৯:০২
রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ফাইল ছবি

রাজশাহী, ২৮ আগস্ট, ২০২৫ (বাসস) : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ সেপ্টেম্বর।

গতকাল রাতে রাকসু নির্বাচন কমিশনের এক জরুরি বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে মাত্র নয় ঘণ্টা আগে ২৮ সেপ্টেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল, তবে দুর্গাপূজার সঙ্গে মিলে যাওয়ায় তা পরিবর্তন করা হয়।

এ প্রসঙ্গে অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের মহাষষ্ঠীর কথা বিবেচনা করে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচনের তারিখ ২৫ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। 

নতুন সূচি অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণ চলবে ২৪ থেকে ৩১ আগস্ট পর্যন্ত। জমা দেওয়া যাবে ১ থেকে ৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ৮ ও ৯ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১১ সেপ্টেম্বর। আপত্তি দাখিল ও নিষ্পত্তির তারিখ ১৪ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা  হবে ১৬ সেপ্টেম্বর।

২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে নিরবিচ্ছিন্নভাবে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিন ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

এর আগে, গত ১৯ আগস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। মোট ভোটার ২৫ হাজার ১৫২ জন।  যার মধ্যে নারী শিক্ষার্থী ১৫ হাজার ৪৬৮ জন।

৩৫ বছর পর আবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাকসু নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার ফিরে পেতে যাচ্ছেন। সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৮৯-৯০ শিক্ষাবর্ষে।

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রস্তুতি চলছে পুরোদমে। রাকসু সংবিধান অনুযায়ী প্রতি বছরই ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কথা থাকলেও নানা কারণে দীর্ঘদিন ধরে এ প্রক্রিয়া স্থগিত ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দক্ষিণ সুদানে নৌবাহিনীর ১৯৯ সদস্য পেয়েছেন শান্তিরক্ষা পদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসির কর্মপরিকল্পনা
নেপাল-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি নিয়ে বৈঠক অনুষ্ঠিত
দেড় বছরে ১ কোটি চাকরি সৃষ্টিতে বিএনপির প্রস্তুতি রয়েছে : আমীর খসরু
রাশিয়ার হামলায় কিয়েভে ব্রিটিশ কাউন্সিল অফিস ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত’
আগস্টের ২৭ দিনে রেমিট্যান্স প্রবাহ ৫.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে 
নির্বাচিত সরকারই দেশকে শৃঙ্খলায় আনতে পারে : পিন্টু
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের অঞ্চল-১’এ যোয়ার হক শীর্ষে
চট্টগ্রামে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও তৈরির দায়ে ৩ লাখ টাকা জরিমানা
দীর্ঘমেয়াদী স্থিতিশীলতায় নিয়মভিত্তিক মুদ্রানীতি প্রণয়ন জরুরি : বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ
১০