ঢাকা, ২৯ আগস্ট, ২০২৫(বাসস) : জনগণ রুখে দাঁড়ালে কোনদিনই ক্ষমতাবানরা টিকে থাকতে পারে না। বিপ্লব বেহাত হলেও ইতিহাস পাল্টে দিয়ে জনতা নিজেই অধিকার আদায় করে নিয়েছে।
শুক্রবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত ‘জুলাই রেভ্যুলুশন: ক্রিটিকাল জাঙ্কচার অর অ্যানাদার হিস্ট্রিকাল লুপ’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে বক্তারা এসব কথা বলেন।
প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, বহু বছর ধরে এই দেশের ক্ষমতায় থাকা নেতারা দেশটাকে বিদেশি শক্তির কলোনি বানানোর চেষ্টা করেছে। দিল্লী যখন সাংস্কৃতিক আধিপত্যের মাধ্যমে আমাদের উপর আগ্রাসন করেছে, তখনই জনতা দিল্লীর আধিপত্যের বিরুদ্ধে অভ্যুত্থান করেছে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষের কাছ থেকে যখনই ক্ষমতা কেড়ে নিয়ে কুক্ষিগত করা হয়েছে, জনগণ নিজেই অধিকার আদায় করে নিয়েছে।
কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেন, এই অঞ্চলে সবসময়ই সাধারণ মানুষ ক্ষমতাকে প্রশ্ন করেছে। রাজনৈতিক আশ্রয়ে লুটেরাদের বিরুদ্ধে নতুন বাংলাদেশ তৈরির আকাঙ্খা থেকেই বাংলাদেশের মানুষ অভ্যুত্থানে অংশ নিয়েছে। তাই আমাদেরকে সাধারণ জনতার অভিপ্রায়ের দিকে নজর দিতে হবে।
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, আওয়ামী লীগ গত দিনগুলোতে যেই শাসন ব্যবস্থা চালিয়েছে, তার বিরুদ্ধে চব্বিশের শিক্ষার্থী-জনতা অভ্যুত্থান ও অন্যান্য গণআন্দোলনের বাইরে নিঃসন্দেহে স্বতন্ত্র ইতিহাস তৈরি করেছে।
ইউনিভার্সিটি ব্রুনাই দারুসসালামের অধ্যাপক ড. ইফতেখার ইকবাল বলেন, আমাদের সামনের পথ খুবই দুর্গম। কিন্তু জনগণ যেভাবে অধিকার আদায়ের জন্য বারবার এই দেশে অভ্যুত্থান করেছে, তাতে আমাদের ভবিষ্যত নিয়ে ইতিবাচক মনোভাব রাখতে হয়।