নুরের ওপর হামলায় মির্জা ফখরুলের নিন্দা

বাসস
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ০১:৪২ আপডেট: : ৩০ আগস্ট ২০২৫, ১৩:৪৪
বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

ঢাকা, ৩০ আগস্ট, ২০২৫ (বাসস) : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল ইসলাম নুরসহ দলটির অনেক নেতাকর্মীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এক বিবৃতিতে বলেন, ‘বিএনপি সকলের শান্তিপূর্ণ  রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল। গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চাকে ব্যাহত করে এমন কোন কর্মকাণ্ডকে বিএনপি সমর্থন করে না এবং সুস্থ ধারার রাজনৈতিক কর্মসূচিতে হামলাকে আমরা নিন্দা জানাই।’

বিবৃতিতে গণ অধিকার পরিষদের সভাপতি (ভিপি নুর) ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ দলটির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে ভিপি নুরের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন মির্জা ফখরুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ফ্যাসিবাদ পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে : ইসলামী আন্দোলন
বাংলাদেশকে ১৩৭ রানের টার্গেট দিল নেদারল্যান্ডস
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাবলু গ্রেফতার
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ২০ থানায় নতুন আহ্বায়ক কমিটি 
যেখানে যত বেশি নিয়ন্ত্রণ, সেখানে তত বেশি দুর্নীতি : আমির খসরু 
নরসিংদীতে কারাগার থেকে পলাতক আসামী গ্রেফতার
বদলে গেল এশিয়া কাপের ম্যাচের সময়
দেশের চিকিৎসা ব্যবস্থায় মানুষের আস্থা ফিরিয়ে আনা জরুরি : পরিকল্পনা উপদেষ্টা
সম্মিলিত প্রচেষ্টায় একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়া সম্ভব : পরিবেশ উপদেষ্টা
১০