দেশের মানুষ একটি কাঙ্ক্ষিত পরিবর্তন চায় : সেলিম উদ্দিন

বাসস
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৫
ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন সোমবার ঢাকা-১৮ সংসদীয় আসনের ভোট কেন্দ্র প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: বাসস

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, বাংলাদেশের মানুষ একটি কাঙ্ক্ষিত পরিবর্তন চায়। মানুষ আশা করে রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের মধ্য দিয়ে দেশ এগিয়ে যাবে।

আজ সোমবার সকালে ঢাকা-১৮ সংসদীয় আসনের ভোট কেন্দ্র প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, বাংলাদেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে জামায়াত কর্মীদের ভূমিকা পালন করতে হবে। ঘরে ঘরে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত দিতে হবে।

আসন পরিচালক ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক। এতে আরও উপস্থিত ছিলেন

উত্তরা মডেল থানার আমীর ইব্রাহিম খলিল, উত্তরা পশ্চিম থানার আমীর আজহারুল ইসলাম, উত্তরা পূর্ব থানার আমীর মাহফুজুর রহমান, খিলক্ষেত থানার আমীর হাসনাইন আহমেদ, তুরাগ মধ্য থানার আমীর গাজী মনির হোসাইন, তুরাগ দক্ষিণ থানার আমীর মাওলানা আবু বকর সিদ্দিক ও দক্ষিণখান উত্তর থানার আমীর মোস্তাকিম আলম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াতের উত্তরা পশ্চিমাঞ্চলের সহকারী পরিচালক মাহাবুবুল আলম। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজশাহীতে স্কুলছাত্রী অপহরণ মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে 
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় র‌্যালি
ভারতের হামলার ভিডিওকে বাংলাদেশের বলে অপপ্রচার শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
ইসরায়েলে বিক্রি নিষিদ্ধের পর কলম্বিয়ার কয়লা রপ্তানি কমেছে
সড়ক দুর্ঘটনায় রাবি ছাত্র নিহত
ভিন্ন ঘটনার ভিডিও ছড়িয়ে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
বাগেরহাটে ভেজাল প্রসাধনী তৈরির কারখানা সিলগালা 
ইউক্রেনের চাওয়া নিরাপত্তা নিশ্চয়তা ইউরোপের জন্য ‘বিপজ্জনক’: রাশিয়া
ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েন নিয়ে আলোচনা নয়: রাশিয়া
১০