জনগণের কর্তৃত্ব ও সার্বভৌমত্ব ফিরিয়ে দিতে বিএনপি বদ্ধ পরিকর: এমরান সালেহ প্রিন্স

বাসস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:২২
কেন্দ্রীয় বিএনপির আহ্বানে গতকাল ময়মনসিংহ উপজেলা সদরে বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

ময়মনসিংহ, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জনগণের কর্তৃত্ব ও সার্বভৌমত্ব ফিরিয়ে দিতে বিএনপি বদ্ধ পরিকর।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স দলটির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গতকাল বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের ডি এস মাদরাসা ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয় বিএনপির আহ্বানে গতকাল দেশব্যাপী উপজেলা সদরে বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়। এরই অংশ হিসেবে হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে হালুয়াঘাট পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ বক্তব্য রাখেন। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক , সদস্য এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির এ নেতা বলেন, তারেক রহমান আরেক জিয়াউর রহমান। জনগণ তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে।

তিনি আরো বলেন, তারেক রহমানের হাত ধরেই বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করবে, দেশের মালিকানা জনগণের হাতে তুলে দেবে।

এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি ও জিয়া পরিবার বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ। ৪৭ বছরে আপামর জনসাধারণের ভালোবাসা, আস্থা, বিশ্বাসে সিক্ত হলেও হাসিনা, এরশাদসহ আধিপত্যবাদী শক্তি বিএনপি ও জিয়া পরিবারকে বার বার ধ্বংস ও নিশ্চিহ্ন করতে চেয়েছে। কিন্তু জনগণ ততবারই বিএনপি ও জিয়া পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে, শক্তি ও সাহস জুগিয়েছে, রক্ষা করেছে।

তিনি বলেন, তারেক রহমানের দু’চোখ ভরা স্বপ্ন, দৃষ্টি জুড়ে বাংলাদেশ, বুক ভরা আশা। জনগণের ভাগ্য পরিবর্তন, কর্মসংস্থান, উন্নত ও নিরাপদ জীবন, গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করা তারেক রহমানের লক্ষ্য।

তিনি জনগণকে আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির বিজয় নিশ্চিত করে তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান।

বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জের হাওরে বিপন্ন দেশি মাছের প্রজন্ম 
ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৭
কচুয়া উপজেলার প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
মানিকগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২
পুরোনো ভিডিও দিয়ে ডাকসু নিয়ে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
ব্যবসায়ী শাওন হত্যা মামলায় আনিসুল রিমান্ডে
শুল্ক নিয়ে দ্রুত রায় দিতে সুপ্রিম কোর্টে আবেদন করেছে ট্রাম্প প্রশাসন
শিশুর বিকাশে তার সিদ্ধান্তকে বিবেচনায় নেয়া জরুরি
রাঙ্গামাটিতে মানসম্মত  শিক্ষা নিশ্চিতকরণে  সভা
নওগাঁয় আউশ ধান চাষ করে লাভবান কৃষকরা
১০