বাগেরহাট, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার কচুয়া উপজেলার প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় থেকে বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে রাজস্ব খাতের আওতায় পোনামাছ অবমুক্ত করা হয়।
অবমুক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের পরিচালক জাহাঙ্গীর আলম, জেলা মৎস্য অফিসার ড. মো. আবুল কালাম আজাদ, সিনিয়র সহকারী পরিচালক রাজ কুমার বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার মো. আলী হাসান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রবীন্দ্রনাথ মন্ডল, মেরিন ফিশারিজ অফিসার দিপংকর কুমার ও অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারী।
এ সময় উপজেলার ৩৭ টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ প্রদান ও অবমুক্ত করা হয়।