বগুড়া, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে “জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট”।
রোববার বিকেল ৩টায় শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন ফুটবল মাঠে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক হোসনা আফরোজা টুর্নামেন্টের উদ্বোধন করবেন।
টুর্নামেন্টে জেলার ১২টি উপজেলা দল অংশ নেবে। উদ্বোধনী খেলায় মাঠে নামবে গত আসরের চ্যাম্পিয়ন দুপচাঁচিয়া উপজেলা বনাম সারিয়াকান্দি উপজেলা।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা প্রশাসক হোসনা আফরোজা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মেজবাউল করিম, জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সচিব তোছাদ্দেক হোসেন এবং সদস্য খাজা আবু হায়াত হিরু, খালেদ মাহমুদ রুবেল, মোস্তফা মোঘল, হাসান মোল্লা।
১২টি উপজেলা দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। দলগুলো হলো : গ্রুপ-ক : শাজাহানপুর, সোনাতলা ও কাহালু, গ্রুপ-খ : শেরপুর, শিবগঞ্জ ও গাবতলী, গ্রুপ-গ আদমদীঘি, বগুড়া সদর ও নন্দীগ্রাম এবং গ্রুপ=ঘ সারিয়াকান্দি, ধুনট ও দুপচাঁচিয়া উপজেলা।
চ্যাম্পিয়ন দল ট্রফির পাশাপাশি ২ লাখ টাকা এবং রানার্সআপ দল ১ লাখ টাকা প্রাইজমানি পাবে। এছাড়া প্রতিটি ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ, টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতাকে পুরস্কৃত করা হবে। প্রতিটি দলে সর্বোচ্চ চারজন দেশি বা বিদেশি অতিথি খেলোয়াড় অংশ নিতে পারবেন।
টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিমকে আহ্বায়ক এবং জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেনকে সদস্য সচিব করে পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্যরাও এ কমিটিতে রয়েছেন।
সংবাদ সম্মেলন শেষে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়।