ইউক্রেনে পিছু না হটার অঙ্গীকার পুতিনের

বাসস
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৭

ঢাকা, ৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন গতকাল বুধবার বলেছেন, শান্তি চুক্তিতে পৌঁছানো সম্ভব না হলে তিনি ইউক্রেনে লড়াই অব্যাহত রাখবেন।

ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

আজ বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, শান্তি চুক্তিতে সম্মত হওয়ার সঙ্গে সঙ্গেই ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দিতে আমরা প্রস্তুত।

গত মাসে রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধে কূটনৈতিকভাবে জোর প্রচেষ্টা চালিয়েও সাড়ে তিন বছরের যুদ্ধ থামাতে পারেননি।

রুশ বাহিনী ইউক্রেনে তাদের হামলা অব্যাহত রেখেছে। গত রাতে ইউক্রেনে ৫ শতাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা। এছাড়া সম্মুখযুদ্ধে অন্তত ৯ জনকে হত্যা করেছে।

পুতিন তার সৈন্যদের প্রশংসা করে বলেছেন, ‘সেনারা সম্মুখযুদ্ধে এগিয়ে যাচ্ছে এবং ইউক্রেনের সেনাবাহিনীকে এতোটাই কোনঠাসা করেছে যে, তারা আর পাল্টা আক্রমণ চালাতে পারছে না।’

বেইজিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন বলেন, ‘দেখা যাক, পরিস্থিতি কোন দিকে গড়ায়। যদি কোনো শান্তি চুক্তি না হয়, তাহলে আমাদের সব কাজ সামরিকভাবেই সমাপ্ত করতে হবে।’

এদিকে জেলেনস্কি আজ ইউরোপীয় নেতাদের সঙ্গে দেখা করবেন। ইউরোপীয় নেতারা ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা পাওয়ার চেষ্টা করছেন এবং শান্তি চুক্তি হলে ইউক্রেনকে রক্ষার জন্য শান্তিরক্ষী বাহিনী গঠনের পথে হাঁটছেন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তিনি আজ জেলেনস্কির সঙ্গে কথা বলবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সন্ত্রাসীদের স্থান এদেশে হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে চার হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেফতার
রাজবাড়ীর ‘নুরাল পাগলার’ লাশ পোড়ানোর ঘটনায় জামায়াতের উদ্বেগ ও নিন্দা
চট্টগ্রামে জশনে জুলুসে জনস্রোত, উৎসবমূখর নগরী
আগামীকাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ
শিক্ষার্থীদের আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান শিক্ষা উপদেষ্টার
কাকরাইলে মোবাইল কোর্ট অভিযান : কালো ধোঁয়া নির্গমনে ৬টি মামলা, জরিমানা আদায়
সাইবার স্পেসকে নারী ও শিশুদের জন্য নিরাপদ করতে তরুণদের সহযোগিতা দরকার : সমাজকল্যাণ উপদেষ্টা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
সুনামগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
১০