ঢাকা, ৩ সেপ্টেম্বর, ২০২৫(বাসস) : বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজশাহীর মোহনপুর উপজেলা বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
মোহনপুর উপজেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন তপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ এম এ সামাদ।
মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান ও শাহিন আকতার শামসুজ্জোহার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী জেলার সদস্য শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপি’র সদস্য রফিকুল ইসলাম রফিক, সদস্য তানজামুল টুটুল, জেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাদের মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ধুরইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজিম উদ্দিন, কেশরহাট পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র আলাউদ্দিন আলো, সাবেক সাধারণ সম্পাদক খুশবর রহমান ও জেলা যুবদলের সাবেক সভাপতি মোজাদ্দেক জামানী সুমন।
আরো উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক সোহানুল ইসলাম রতন, উপজেলা যুবদলের সাবেক যুুগ্ম আহ্বায়ক মির্জা শওকত, উপজেলা কৃষকদলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবলু, উপজেলা শ্রমিক দলের সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোর্তজা ফামিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব রুবেল, মৌগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি নুর এ আলম সিদ্দিকী মুকুল, জেলা যুবদলের সদস্য ও মৌগাছী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মেজর আলী বিশ্বাস সহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের
নেতাকর্মীবৃন্দ।
বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়।