দিনাজপুর, ১১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সংলগ্ন এলাকায় জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলাকারী হিসাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৭৯ জন ছাত্রলীগ নেতাকর্মীর নাম প্রকাশ করেছে।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াই টায় হাবিপ্রবি'র জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু হাসান স্বাক্ষরিত এই তালিকা আজ দুপুরে প্রকাশ করেছেন।
সূত্রটি জানায়,গত ২০২৪ সালের ১৬ জুলাই কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সে সময় সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছিল হাবিপ্রবি'র শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে। গত বছর ৫'আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই এ ঘটনার সাথে জড়িত ছাত্রলীগ নেতাকর্মীদের বিচার দাবি করে আসছে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ছাত্র সংগঠন গুলো সহ সাধারণ শিক্ষার্থীরা। এই ঘটনায় জড়িতদের বিচার দাবি করে হাবিপ্রবি'র উপাচার্য বরাবর ছাত্র সংগঠন গুলোর পক্ষ থেকে বেশ কিছু স্বারকলিপি প্রদান করা হয়েছে।
সূত্রটি জানায়, ঘটনার এক বছর বিশ্ববিদ্যালয়ে গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত বৈঠকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করেছেন। প্রশাসন দুই ক্যাটাগরিতে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা ঘটনায় জড়িত ৭৯ জনের নাম প্রকাশ করেছেন। হামলায় জড়িত "ক" ক্যাটাগরিতে থাকা ৪১ জন শিক্ষার্থীর বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের উপর স্বশন্ত্র হামলা, অস্ত্র সরবরাহ এবং স্বশস্ত্র মিছিলে অংশ গ্রহণের অভিযোগ করা হয়েছে। অন্যদিকে "খ" ক্যাটাগরিতে থাকা ৩৮ জন শিক্ষার্থীর বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের বিরোধিতা করা এবং মিছিলে অংশ গ্রহণ করার অভিযোগ নিয়ে আসা হয়েছে।
গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক দুই ক্যাটাগরিতে থাকা অধ্যয়নরত শিক্ষার্থীদের সাময়িক ভাবে বহিষ্কার এবং ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে।
তবে কোটা এবং সরকার বিরোধী আন্দোলনে যুক্ত থাকা কয়েকজনের নাম সেই তালিকায় এসেছে বলে দাবি করেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। অনেক শিক্ষার্থী বিষয়টিকে পুনরায় অনুসন্ধান করে প্রকৃত অপরাধীদের শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন।
হাবিপ্রবি প্রশাসনের ইতিপূর্বে এই ঘটনা শনাক্তে গঠিত তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রধান বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড,এস এম এমদাদুল হাসান জানায়, প্রকাশিত তালিকায়, কোন নিরপরাধ শিক্ষার্থীর নাম হামলাকারীর তালিকায় চলে আসলে পুনরায় পর্যালোচনা করে তার নাম বাদ দেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।
তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের নাম নিয়ে যাদের সমস্যা বা যারা মনে করছে সে নিরপরাধ থাকার পরও নাম চলে এসেছে। তারা লিখিত ভাবে আমাদের অবগত করলে অবশ্যই আমরা পুনঃনিরীক্ষণ করে সঠিক ভাবে ব্যবস্থা নিব।
হাবিপ্রবি'র রেজিস্টার অধ্যাপক ড, মো. আবু হাসান জানান,বিশ্ববিদ্যালয় প্রশাসন রিজেন্ট বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ৭৯ জন শিক্ষার্থীকে জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলায় গঠিত তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী এই তালিকা প্রকাশ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর করতে কার্যক্রম শুরু করা হয়েছে বলে তিনি ব্যক্ত করেন।