জাতীয় ঐক্যের স্বার্থে জুলাই সনদে সাক্ষরে আগ্রহী ইসলামী আন্দোলন বাংলাদেশ

বাসস
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০০:৪৫ আপডেট: : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০০:৫০

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): জাতীয় ঐক্যের স্বার্থে জুলাই সনদে সাক্ষরে আগ্রহী ইসলামী আন্দোলন বাংলাদেশ।

দলের যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ জাতীয় ঐকমত্য কমিশনে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

তিনি বলেন, 'দীর্ঘ আলোচনা ও মতবিনিময়ের পর জুলাই সনদের খসড়া চূড়ান্ত করা হয়েছে। কিছু বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভিন্নমত থাকলেও জাতীয় ঐক্য ও সমঝোতার স্বার্থে তারা জুলাই সনদে সাক্ষর করতে আগ্রহী। তবে তিনি স্পষ্ট করেন যে আসন্ন জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তিতেই অনুষ্ঠিত হওয়া উচিত।'

তিনি বলেন, প্রধান উপদেষ্টা সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে, নির্বাচন তখনই অর্থবহ হবে যখন প্রয়োজনীয় সংস্কার কার্যকরভাবে সম্পন্ন, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত এবং ভোটারদের ভোটের মূল্যায়ন যথাযথভাবে হবে।

আতাউর রহমান আরও জানান, জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধির বিষয়ে যে প্রস্তাব এসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তা সমর্থন করেছে। কারণ খসড়া সনদ চূড়ান্ত হলেও এর বাস্তবায়ন পদ্ধতি এখনো নির্ধারিত হয়নি। বাস্তবায়ন প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত কমিশনের কার্যক্রম চালু রাখা প্রয়োজন বলে তারা মনে করে।

তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন কাঠামো সম্পন্ন হলে কমিশনের কাজ সমাপ্ত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় ঐক্যের স্বার্থে জুলাই সনদে সাক্ষরে আগ্রহী ইসলামী আন্দোলন বাংলাদেশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারের মৃত্যুতে জামায়াত আমীর ও রুয়া নেতৃবৃন্দের শোক
পাকিস্তানকে হারিয়ে সুপার ফোরের দ্বারপ্রান্তে ভারত
কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান বিষয়ক মতবিনিময় সভা ও জাতীয় পরিচয়পত্র বিতরণ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নতুন ৭টি বাস চালু
সিঙ্গাপুরের জাতীয় দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দের অংশগ্রহণ
পটুয়াখালীতে যৌথ অভিযানে অবৈধ ট্রলিং বোট ও বেহুন্দী জালসহ ১২ জেলে আটক
গণঅভ্যুত্থান পরবর্তী জনগণ শাসন ব্যবস্থার পরিবর্তন চায় : গোলাম পরওয়ার
নাইজেরিয়ায় বিয়ের বাস দুর্ঘটনায় ১৯ নারী ও শিশু নিহত
আমরা জুলাই জাতীয় সনদে স্বাক্ষরের জন্য প্রস্তুত: সালাহউদ্দিন আহমেদ 
১০