রাবিতে ‘রাকসু কী এবং কেন’ শীর্ষক সেমিনার 

বাসস
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৩
রাবিতে ‘রাকসু কী এবং কেন’ শীর্ষক সেমিনার অনুুষ্ঠিত। ছবি: বাসস

রাজশাহী, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সোমবার ‘রাকসু (রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) কী এবং কেন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠেয় রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন সংশ্লিষ্ট নির্বাচন কমিশন এই সেমিনারের আয়োজন করে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাবি উপাচার্য (ভিসি) অধ্যাপক সালেহ হাসান নকীব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ফরীদ উদ্দিন খান।

রাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. সেতাউর রহমান তার বক্তব্যে নির্বাচন ও এর প্রস্তুতি সম্পর্কে সারসংক্ষেপ তুলে ধরেন। এছাড়া নির্বাচন কমিশনার অধ্যাপক আব্দুল হান্নান এবং অধ্যাপক এনামুল হক রাকসু নির্বাচন নিয়ে আলোচনা করেন।

আসন্ন রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে মোট ৯০৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাদের মধ্যে, রাকসু নির্বাচনে ২৪৮ জন, ১৭টি হল কাউন্সিলে ৫৯৭ জন এবং সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রাকসু’র ২৪৮ জন প্রার্থীর মধ্যে ১৮ জন সহ-সভাপতি (ভিপি), ১৩ জন সাধারণ সম্পাদক (জিএস) এবং ১৬ জন সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

গতকাল রোববার লটারির মাধ্যমে প্রার্থীদের ব্যালট নম্বর নির্ধারিত হয়েছে।

নির্বাচনে মোট ২৮ হাজার ৯০৫ জন ভোটার। তাদের মধ্যে ১৭ হাজার ৬০০ জন পুরুষ এবং ১১ হাজার ৩০৫ জন নারী।

উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, দীর্ঘ ৩৫ বছর পর (রাকসু) নির্বাচন হচ্ছে। অচলাবস্থা কাটিয়ে উঠে এবং বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে আমরা নির্বাচনের আয়োজন করছি।

তিনি আরো বলেন, রাবি প্রশাসন এবং শিক্ষার্থীসহ সবাই নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। আমরা আমাদের বহুল প্রত্যাশিত লক্ষ্য পূরণে এগিয়ে যাচ্ছি। আমরা প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করেছি বলেও মন্তব্য করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা মেডিকেলে জন্ম নেয়া জমজ ৬ শিশুর ৫ জনের মৃত্যু
শেরপুরে বাবার বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন : জেমকন গ্রুপের দুই পরিচালকের বিরুদ্ধে দুদকের মামলা
শেরপুরে জাতীয় পরিচয়পত্র করতে এসে রোহিঙ্গা যুবক আটক
দূর্গাপূজার প্রস্তুতি নিয়ে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
শ্রীলংকার বিপক্ষে হংকংয়ের সংগ্রহ ৪ উইকেটে ১৪৯ রান
বৃষ্টির কারণে এনসিএল টি-টোয়েন্টির দুটি ম্যাচই পরিত্যক্ত
ওমানকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখল আরব আমিরাত
টিএসএস ও টিকন সিস্টেম লিমিটেডের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই
২০টি বাংলাদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ‘টেক্সওয়ার্ল্ড প্যারিস’ উদ্বোধন
১০