সাতক্ষীরা সীমান্তে ১৫ জনকে হন্তান্তর করল বিএসএফ

বাসস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭
ছবি : বাসস

সাতক্ষীরা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ভারতে আটক ১৫ জনকে সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে হন্তান্তর করেছে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 

সীমান্তের জিরো পয়েন্টে সোমবার সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাদের হস্তান্তর করে বিএসএফ। বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার বিকাশ কুমার ও সাতক্ষীরার তলুইগাছা কোম্পানি কমান্ডার আবুল কাশেমের নেতৃত্বে এ পতাকা বৈঠক হয়।  

পরে রাতেই তাদের সাতক্ষীরা সদর থানায় হন্তান্তর করে বিজিবি। তাদের মধ্যে আটজন পুরুষ, দুইজন নারী ও পাঁচ শিশু রয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতের হাকিমপুর সীমান্তে এ ১৫ জন বিএসএফের হাতে আটক হন। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাদের হস্তান্তর করে বিএসএফ।

তিনি বলেন, নাম পরিচয় যাচাই বাছাই শেষে আজ মঙ্গলবার তাদের স্বজনদের কাছে হন্তান্তর করা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ চোরাকারবারি আটক
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬
নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ১৫ বিলিয়ন ডলারের মামলা করবেন ডোনাল্ড ট্রাম্প 
সরকারি পৃষ্ঠপোষকতায় কুমিল্লার খাদি হবে আন্তর্জাতিক ব্র্যান্ড
ট্রাম্পের জীবাশ্ম জ্বালানি নীতির বিরুদ্ধে তরুণদের মামলা
কাউয়ার চর সৈকত থেকে ব্যক্তির লাশ উদ্ধার
প্রসিদ্ধ কাঁচাগোল্লা নাটোরের ঐতিহ্য 
বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলকে আওয়ামী লীগের বলে অপপ্রচার শনাক্ত: ফ্যাক্টওয়াচ
দুর্যোগ মোকাবেলার চেয়ে প্রশমন বেশি গুরুত্বপূর্ণ: ত্রাণ উপদেষ্টা
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা
১০