সাতক্ষীরা সীমান্তে ১৫ জনকে হন্তান্তর করল বিএসএফ

বাসস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭
ছবি : বাসস

সাতক্ষীরা, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ভারতে আটক ১৫ জনকে সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে হন্তান্তর করেছে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 

সীমান্তের জিরো পয়েন্টে সোমবার সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাদের হস্তান্তর করে বিএসএফ। বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার বিকাশ কুমার ও সাতক্ষীরার তলুইগাছা কোম্পানি কমান্ডার আবুল কাশেমের নেতৃত্বে এ পতাকা বৈঠক হয়।  

পরে রাতেই তাদের সাতক্ষীরা সদর থানায় হন্তান্তর করে বিজিবি। তাদের মধ্যে আটজন পুরুষ, দুইজন নারী ও পাঁচ শিশু রয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতের হাকিমপুর সীমান্তে এ ১৫ জন বিএসএফের হাতে আটক হন। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাদের হস্তান্তর করে বিএসএফ।

তিনি বলেন, নাম পরিচয় যাচাই বাছাই শেষে আজ মঙ্গলবার তাদের স্বজনদের কাছে হন্তান্তর করা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পৃথক গণভোট আয়োজনে অতিরিক্ত এক হাজার কোটি টাকা ব্যয় হবে: ফখরুল
বিএমইউতে ক্যান্সার গবেষণা ও চিকিৎসা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : উপাচার্য
সাম্প্রদায়িক সম্প্রীতির স্বর্গভূমি বাংলাদেশ : ধর্ম উপদেষ্টা
৪২ বছর পর ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড
পিরোজপুরে জাতীয় সমবায় দিবস পালিত 
ফুটবলে সাফল্যের জন্য অদম্য ইচ্ছাশক্তির প্রয়োজন : জাফর
বাবরের রেকর্ডের ম্যাচ জিতে সমতা ফেরাল পাকিস্তান
ফেনীতে ৩২ জন নারী উদ্যোক্তাকে ৩২ লাখ টাকা ঋণ প্রদান
সমবায় সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব : ফারুক-ই-আজম 
হাবিপ্রবির দ্বিতীয় সমাবর্তনের সনদপত্র স্বাক্ষর কার্যক্রমের উদ্বোধন
১০