কক্সবাজারে মাদক কারবারি আটক

বাসস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০০

কক্সবাজার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস):জেলার টেকনাফে অভিনব কৌশলে পেটের ভেতরে করে ইয়াবা পাচারকালে মো. জাহিদুল্লাহ (১৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ মঙ্গলবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন টেকনাফ (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর হাসপাতাল এলাকায় গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান চালানো হয়। এ সময় একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হলে যাত্রী জাহিদুল্লাহ পালানোর চেষ্টা করেন। পরে তাকে ধাওয়া করে আটক করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসংলগ্ন আচরণ করায় সন্দেহ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। এক্স-রে পরীক্ষায় তার পেটের ভেতরে অসংখ্য ডিম্বাকৃতির বস্তু ধরা পড়ে। পরে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে পেটের ভেতরে কালো টেপে মোড়ানো ৪০টি ছোট পোটলায় ২ হাজার ইয়াবা বহন করছে। বিশেষ প্রক্রিয়ায় ইয়াবা গুলো উদ্ধার করা হয়।

বিজিবির অধিনায়ক জানান, জাহিদুল্লাহ দীর্ঘদিন ধরে এভাবে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত। 

আটক আসামি, উদ্ধার ইয়াবা,ও মোবাইল ফোন এবং একটি পাওয়ার ব্যাংক টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। 

মাদক ও চোরাচালান দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই জাদুঘর বিশ্বব্যাপী মডেল হিসেবে কাজ করবে : আইসেস্কো মহাপরিচালক
অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা গ্রেফতার
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
১০