কক্সবাজারে মাদক কারবারি আটক

বাসস
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০০

কক্সবাজার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস):জেলার টেকনাফে অভিনব কৌশলে পেটের ভেতরে করে ইয়াবা পাচারকালে মো. জাহিদুল্লাহ (১৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ মঙ্গলবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন টেকনাফ (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদর হাসপাতাল এলাকায় গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে অভিযান চালানো হয়। এ সময় একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হলে যাত্রী জাহিদুল্লাহ পালানোর চেষ্টা করেন। পরে তাকে ধাওয়া করে আটক করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসংলগ্ন আচরণ করায় সন্দেহ হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। এক্স-রে পরীক্ষায় তার পেটের ভেতরে অসংখ্য ডিম্বাকৃতির বস্তু ধরা পড়ে। পরে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে পেটের ভেতরে কালো টেপে মোড়ানো ৪০টি ছোট পোটলায় ২ হাজার ইয়াবা বহন করছে। বিশেষ প্রক্রিয়ায় ইয়াবা গুলো উদ্ধার করা হয়।

বিজিবির অধিনায়ক জানান, জাহিদুল্লাহ দীর্ঘদিন ধরে এভাবে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত। 

আটক আসামি, উদ্ধার ইয়াবা,ও মোবাইল ফোন এবং একটি পাওয়ার ব্যাংক টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। 

মাদক ও চোরাচালান দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগে সভাপতি ইব্রাহিম চট্টগ্রামে গ্রেফতার
১৫ সেপ্টেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২১.৮ শতাংশ
দুর্গাপূজা উপলক্ষে আরএমপি কমিশনারের মতবিনিময় 
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে গুড গভর্নেন্স দরকার : পার্বত্য উপদেষ্টা
কুড়িগ্রামে নদ-নদীর পানি বাড়ছে, উদ্বিগ্ন চরাঞ্চলের মানুষ
আন্তর্জাতিক দামের সঙ্গে তুলনা করে সরকার এলএনজি আমদানি করছে : অর্থ উপদেষ্টা
চসিকের অভিযানে ৫০টির অধিক অবৈধ দোকান উচ্ছেদ
প্রথমবারের মত দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি ইংল্যান্ড-আয়ারল্যান্ড
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ফাঁসের নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার ১
কুমিল্লায় এবার ৮১৮টি মণ্ডপে দুর্গাপূজা  
১০