রাজধানীর বিভিন্ন পুলিশ বক্সে ফার্স্ট এইড বক্স দিল ছাত্রদল

বাসস
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৫
রাজধানীর ট্রাফিক পুলিশ বক্সে প্রাথমিক চিকিৎসা সুবিধার জন্য ফার্স্ট এইড বক্স দিয়েছে ছাত্রদল। ছবি: বাসস

ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজধানীর বিভিন্ন ট্রাফিক পুলিশ বক্সে প্রাথমিক চিকিৎসা সুবিধার জন্য ফার্স্ট এইড বক্স দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ শুক্রবার এই কার্যক্রমের উদ্বোধন করেন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক ডা. এম এ তাইফুল হক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার ২৬ নম্বর দফায় ‘সবার জন্য স্বাস্থ্য ও সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা’ নিশ্চিত করার অঙ্গীকারের অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

এসময় ডা. তাইফুল হক বলেন, ‘প্রতিদিন রাস্তায় নানা দুর্ঘটনার শিকার হন সাধারণ মানুষ। ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ সদস্যরাও শারীরিকভাবে আহত হন। হাসপাতালে পৌঁছানোর আগে জরুরি মুহূর্তে যাতে প্রাথমিক চিকিৎসা নিতে পারেন, সেই লক্ষ্যেই আমরা এই উদ্যোগ নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘জনকল্যাণমুখী কার্যক্রমে বিএনপি ও ছাত্রদল সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। স্বাস্থ্যসেবা সবার দোরগোড়ায় পৌঁছে দিতে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।’

প্রাথমিক চিকিৎসার এসব বক্সে ব্যান্ডেজ, ওষুধ, জীবাণুনাশকসহ প্রয়োজনীয় উপকরণ রাখা হয়েছে। এগুলো সরাসরি ট্রাফিক পুলিশ সদস্যদের হাতে হস্তান্তর করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের নেতা মোহাম্মদ আশরাফ হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২ উইকেট দূরে তাসকিন
বিএনপি জনগণের অধিকার আদায়ে গুরুত্ব দিয়ে কাজ করে : ডা. এজেডএম জাহিদ
সংস্কার না করেই নির্বাচন জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকারের শামিল : হামিদুর রহমান আজাদ
মেহেরপুর জেনারেল হাসপাতালের নতুন ভবনে স্বাস্থ্য সেবা কার্যক্রমের উদ্বোধন
জনগণের ওপরে ‘দলীয় এজেন্ডা’ চাপিয়ে পার পাওয়া যাবে না : এজেডএম জাহিদ 
জলবায়ু সংকট মোকাবিলায় অবদান রাখতে পারে যুব প্রজন্ম : পরিবেশ উপদেষ্টা 
এনবিআরের  ই-রিটার্ন চ্যাম্পিয়ন সার্টিফিকেট পেল পাঁচ প্রতিষ্ঠান
পাকিস্তানের বেলুচিস্তানে বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত
শীর্ষে যেতে লিটনের প্রয়োজন ১৯ রান
বাগেরহাটে ইয়াবা সহ আটক ১ 
১০