রাজধানীর বিভিন্ন পুলিশ বক্সে ফার্স্ট এইড বক্স দিল ছাত্রদল

বাসস
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৫
রাজধানীর ট্রাফিক পুলিশ বক্সে প্রাথমিক চিকিৎসা সুবিধার জন্য ফার্স্ট এইড বক্স দিয়েছে ছাত্রদল। ছবি: বাসস

ঢাকা, ১৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজধানীর বিভিন্ন ট্রাফিক পুলিশ বক্সে প্রাথমিক চিকিৎসা সুবিধার জন্য ফার্স্ট এইড বক্স দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ শুক্রবার এই কার্যক্রমের উদ্বোধন করেন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক ডা. এম এ তাইফুল হক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার ২৬ নম্বর দফায় ‘সবার জন্য স্বাস্থ্য ও সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা’ নিশ্চিত করার অঙ্গীকারের অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।

এসময় ডা. তাইফুল হক বলেন, ‘প্রতিদিন রাস্তায় নানা দুর্ঘটনার শিকার হন সাধারণ মানুষ। ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ সদস্যরাও শারীরিকভাবে আহত হন। হাসপাতালে পৌঁছানোর আগে জরুরি মুহূর্তে যাতে প্রাথমিক চিকিৎসা নিতে পারেন, সেই লক্ষ্যেই আমরা এই উদ্যোগ নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘জনকল্যাণমুখী কার্যক্রমে বিএনপি ও ছাত্রদল সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। স্বাস্থ্যসেবা সবার দোরগোড়ায় পৌঁছে দিতে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।’

প্রাথমিক চিকিৎসার এসব বক্সে ব্যান্ডেজ, ওষুধ, জীবাণুনাশকসহ প্রয়োজনীয় উপকরণ রাখা হয়েছে। এগুলো সরাসরি ট্রাফিক পুলিশ সদস্যদের হাতে হস্তান্তর করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের নেতা মোহাম্মদ আশরাফ হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণতন্ত্রের অভিযাত্রায় সংকট সৃষ্টি হলে ‘কালো ঘোড়ার অনুপ্রবেশ’ হতে পারে : রিজভী
ফিলিস্তিনি ৪৫ জনের মরদেহ ফেরত দিল ইসরাইল
রোহিঙ্গাদের জন্য প্রাণরক্ষাকারী স্বাস্থ্যসামগ্রী হস্তান্তর করল ইউএনএফপিএ ও ইউরোপীয় ইউনিয়ন
কৃষি থেকে মিথেন নির্গমন কমাতে বিজ্ঞানভিত্তিক পদক্ষেপের উপর গুরুত্বারোপ 
২৯ জন নির্বাচন কর্মকর্তার চাকরি স্থায়ী করল ইসি
চাকসু নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে, চলছে গণনা
শিক্ষাবিদ কাজি গোলাম মহিউদ্দিনের দাফন সম্পন্ন
রূপনগরে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
বিওএ নির্বাচন আগামী ২৯ নভেম্বর
আফগানিস্তানের কাবুলে জোড়া বিস্ফোরণ
১০