ঢাকায় পর্যটন মেলায় নেপালের পর্যটন সহনশীলতার কথা তুলে ধরলেন রাষ্ট্রদূত

বাসস
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৮
ছবি : বাসস

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বলেছেন, নেপালের পর্যটন শিল্প বিভিন্ন সংকট কাটিয়ে দ্রুত স্বাভাবিক অবস্থায় প্রত্যাবর্তন করার সক্ষমতা প্রদর্শন করেছে, যা ভ্রমণ গন্তব্য হিসেবে দেশটির স্থায়ী আবেদনকে তুলে ধরে। 

বৃহস্পতিবার ঢাকায় ১২তম এশিয়া ট্যুরিজম ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত ভান্ডারি নেপাল ও বাংলাদেশ এর মধ্যে পর্যটন সহযোগিতা এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও বৃদ্ধি করার গুরুত্ব তুলে ধরেন। তিনি পারস্পরিক সুবিধা নিশ্চিত করতে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্বান জানান।

এ বছর এশিয়া ট্যুরিজম ফেয়ারে নেপাল প্রধান অংশীদার দেশ হিসেবে অংশগ্রহণ করেছে। এতে  নেপাল পর্যটন বোর্ডের ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নিয়েছে।

এ দলে রয়েছে ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি এবং হোটেল কর্তৃপক্ষ, যারা নেপালের বৈচিত্র্যময় পর্যটন সেবা প্রদর্শন করছে।

ঢাকায় ১৮-২০ সেপ্টেম্ব এশিয়া ট্যুরিজম ফেয়ার ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে। এতে এশিয়া অঞ্চলের পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ একত্রিত হয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং উদীয়মান গন্তব্যগুলো সম্পর্কে প্রচারে মনোনিবেশ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণতন্ত্রের অভিযাত্রায় সংকট সৃষ্টি হলে ‘কালো ঘোড়ার অনুপ্রবেশ’ হতে পারে : রিজভী
ফিলিস্তিনি ৪৫ জনের মরদেহ ফেরত দিল ইসরাইল
রোহিঙ্গাদের জন্য প্রাণরক্ষাকারী স্বাস্থ্যসামগ্রী হস্তান্তর করল ইউএনএফপিএ ও ইউরোপীয় ইউনিয়ন
কৃষি থেকে মিথেন নির্গমন কমাতে বিজ্ঞানভিত্তিক পদক্ষেপের উপর গুরুত্বারোপ 
২৯ জন নির্বাচন কর্মকর্তার চাকরি স্থায়ী করল ইসি
চাকসু নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে, চলছে গণনা
শিক্ষাবিদ কাজি গোলাম মহিউদ্দিনের দাফন সম্পন্ন
রূপনগরে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
বিওএ নির্বাচন আগামী ২৯ নভেম্বর
আফগানিস্তানের কাবুলে জোড়া বিস্ফোরণ
১০