সাংবাদিক শিবলী স্মরণে উত্তরা প্রেসক্লাবে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৯
উত্তরা প্রেসক্লাবের আয়োজনে মরহুম সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : উত্তরা প্রেসক্লাবের আয়োজনে মরহুম সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর রূহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরার এক রেস্টুরেন্টে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ, ঢাকা-১৮ আসনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য এমপি পদপ্রার্থী আশরাফুল হক, খেলাফত মজলিসের এমপি পদপ্রার্থী সাইফুদ্দিন আহমেদ খন্দকার, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্ভাব্য এমপি পদপ্রার্থী আনোয়ার হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর নবনির্বাচিত স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ।

বক্তারা মরহুম শিবলীর কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং সাংবাদিকতার জগতে তাঁর অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, শিবলী ছিলেন একজন নিবেদিতপ্রাণ, ন্যায়নিষ্ঠ ও সৎ সাংবাদিক। সত্য প্রকাশে তিনি ছিলেন আপোষহীন।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। শিবলী সেই বিবেকের দায়িত্ব পালন করতে গিয়ে সর্বদা সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করেছেন। তার জন্য দোয়া করার পাশাপাশি সাংবাদিক সমাজের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

উত্তরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক যোবায়ের আহমেদ, অর্থ সম্পাদক ইসলাম শামীম, দপ্তর সম্পাদক রেজাউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম হাসান, মহিলা বিষয়ক সম্পাদিকা মাহমুদা আক্তার পুষন, কার্যনির্বাহী সদস্য কামরুল ইসলামসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

উল্লেখ্য, সাংবাদিক তরিকুল ইসলাম শিবলী গত ৯ সেপ্টেম্বর ডাকসু’র নির্বাচনী সংবাদ কাভার করার সময় মস্তিষ্কে রক্তক্ষরণে ঘটনাস্থলেই ইন্তেকাল করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণতন্ত্রের অভিযাত্রায় সংকট সৃষ্টি হলে ‘কালো ঘোড়ার অনুপ্রবেশ’ হতে পারে : রিজভী
ফিলিস্তিনি ৪৫ জনের মরদেহ ফেরত দিল ইসরাইল
রোহিঙ্গাদের জন্য প্রাণরক্ষাকারী স্বাস্থ্যসামগ্রী হস্তান্তর করল ইউএনএফপিএ ও ইউরোপীয় ইউনিয়ন
কৃষি থেকে মিথেন নির্গমন কমাতে বিজ্ঞানভিত্তিক পদক্ষেপের উপর গুরুত্বারোপ 
২৯ জন নির্বাচন কর্মকর্তার চাকরি স্থায়ী করল ইসি
চাকসু নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে, চলছে গণনা
শিক্ষাবিদ কাজি গোলাম মহিউদ্দিনের দাফন সম্পন্ন
রূপনগরে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
বিওএ নির্বাচন আগামী ২৯ নভেম্বর
আফগানিস্তানের কাবুলে জোড়া বিস্ফোরণ
১০