বাংলামোটরে মিছিল : আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুজ্জামান কারাগারে

বাসস
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৫

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর বাংলামোটর এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল করায় সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য

মো. কামরুজ্জামানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

আজ শুক্রবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার রমনা থানাধীন মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলার এজাহার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর দুপুর ২.৫০ মিনিটে আসামীরা সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সদস্যরা রাজধানীর রমনা থানাধীন রূপায়ন টাওয়ারের সামনে মিছিল করে। সরকার বিরোধী বিভিন্ন প্রকার স্লোগান দিয়ে তাদের নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমকে গতিশীল করা, সরকার তথা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও রাষ্ট্রের ক্ষতি সাধনের লক্ষ্যে অপপ্রচার করে সন্ত্রাস বিরোধী আইনে অপরাধ করেছে। এ ঘটনায় একই দিন রমনা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণতন্ত্রের অভিযাত্রায় সংকট সৃষ্টি হলে ‘কালো ঘোড়ার অনুপ্রবেশ’ হতে পারে : রিজভী
ফিলিস্তিনি ৪৫ জনের মরদেহ ফেরত দিল ইসরাইল
রোহিঙ্গাদের জন্য প্রাণরক্ষাকারী স্বাস্থ্যসামগ্রী হস্তান্তর করল ইউএনএফপিএ ও ইউরোপীয় ইউনিয়ন
কৃষি থেকে মিথেন নির্গমন কমাতে বিজ্ঞানভিত্তিক পদক্ষেপের উপর গুরুত্বারোপ 
২৯ জন নির্বাচন কর্মকর্তার চাকরি স্থায়ী করল ইসি
চাকসু নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে, চলছে গণনা
শিক্ষাবিদ কাজি গোলাম মহিউদ্দিনের দাফন সম্পন্ন
রূপনগরে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
বিওএ নির্বাচন আগামী ২৯ নভেম্বর
আফগানিস্তানের কাবুলে জোড়া বিস্ফোরণ
১০