মৌলিক অধিকার আদায়ের জন্যই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে : রেজাউল করীম

বাসস
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৩:১২
ফাইল ছবি

ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি  প্রদান করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দিতে হবে। 

বিগত ৫৪ বছর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, ‘দেশের মানুষ আর আগের অবস্থায় ফিরে যেতে চায় না। এখন তারা তাদের মৌলিক অধিকার ফিরে পেতে চায়। এই মৌলিক অধিকার আদায়ের জন্যই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে।’

আজ শুক্রবার বিকালে রাজধানীর মেরুল বাড্ডা ইউলুপ সংলগ্ন সড়কে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, ফ্যাসিস্ট আওয়ামী শাসনামলে খুন, গুম, ধর্ষণ, দুর্নীতি, লুটতরাজসহ সকল অপকর্মের বিচারসহ তাদের সহযোগী ১৪ দলের বিচার করতে হবে। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার দ্রুত শেষ করতে হবে। 

ঢাকা মহানগর উত্তর সাংগঠনিক সম্পাদক মুফতি ফরিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত গণ সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি আব্দুল আজিজ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাম্মাদ বিন মোশাররফ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি আবু হানিফ প্রমুখ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশের উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিতে রাজনৈতিক ঐক্য জরুরি : ধর্ম উপদেষ্টা
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জামায়াত মানুষের ভাগ্যান্নয়নে কাজ করবে : নূরুল ইসলাম বুলবুল
ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন
প্রফেসর জাফরুল, প্রফেসর আসাদুজ্জামান জুয়াব নির্বাহী কমিটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক
এএফআইপি ফ্লো সাইটোমেট্রি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
প্রফেসর জাফরুল, প্রফেসর আসাদুজ্জামান জুয়াব নির্বাহী কমিটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক
চাকসুতে ভিপি পদে ২৫ ও জিএস পদে ২২ প্রার্থীর মনোনয়ন জমা
পুরান ঢাকায় বিএনপি’র বৃক্ষরোপণ কর্মসূচি
মৌলিক অধিকার আদায়ের জন্যই জুলাই বিপ্লব সংঘটিত হয়েছে : রেজাউল করীম
সড়ক দুর্ঘটনার সংবাদ পেলেই ক্ষতিগ্রস্তদের পাশে থাকার নির্দেশ বিআরটিএ চেয়ারম্যানের
১০