ঢাকা, ১৯ সেপ্টেম্বর, ২০২৫(বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার পুরান ঢাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচির নেতৃত্ব দেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা-৭ আসনে মনোনয়ন প্রত্যাশী হামিদুর রহমান হামিদ। তিনি এলাকায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং ঢাকাবাসীকে ছাদ বাগানে উৎসাহিত করতে সাধারণ মানুষের মধ্যে সবজি, ফল, ঔষধি গাছ ও ফুলের বীজ উপহার দেন।
অনুষ্ঠানে হামিদুর রহমান হামিদ বলেন, পুরান ঢাকা শুধু ইতিহাস-ঐতিহ্যের নয়, ঢাকাবাসীর আবেগ-অনুভূতিরও অংশ। কিন্তু এখানকার একটি বড় সীমাবদ্ধতা হলো সবুজের অভাব। ইট-পাথরের এই শহরে সবুজের ছোঁয়া প্রতিনিয়ত কমছে। অথচ গাছ শুধু অক্সিজেন দেয় না, আমাদের মনকেও সতেজ রাখে।
তিনি বলেন, শুধু চারা নয়, মানুষের হাতে বীজ তুলে দেওয়ার মাধ্যমে নতুন প্রাণের জন্ম দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে। একটি বীজ থেকে গাছ জন্মানো মানে প্রকৃতির সঙ্গে এক নতুন সম্পর্ক গড়ে তোলা। বারান্দায় কিংবা টবে যত্নের সঙ্গে বপন করা সেই বীজ একদিন বড় গাছে পরিণত হবে। এই বীজ শুধু গাছ নয়, এটি একটি বার্তা। ইচ্ছা থাকলে সব সম্ভব।
হামিদুর রহমান হামিদ আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় পুরান ঢাকা ঐতিহ্যের পাশাপাশি নতুন করে সবুজেও সেজে উঠবে।