মেহেরপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ১৮ বাংলাদেশিকে হস্তান্তর

বাসস
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৯
কাজীপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ১৮ বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ। ছবি : বাসস

মেহেরপুর, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ১৮ বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

গতকাল শুক্রবার দিবাগত রাতে কাজিপুর সীমান্তের ১৪৭ নম্বর পিলারের কাছে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এবং ভারতের ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ের বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ১৪ জন পুরুষ ও চার নারীসহ মোট ১৮ জন বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করা হয়। 

এ সময় বাংলাদেশের পক্ষে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাবিদ হোসেন এবং কাজীপুর বিওপি’র কোম্পানি কমান্ডার সুবেদার মো. শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন গান্দিনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি সুনীল কুমারসহ বিএসএফ সদস্যরা।

হস্তান্তরকৃত ব্যক্তিরা হলেন, রাজশাহীর আব্দুল কুদ্দুস (২৬), মৌলভীবাজারের লিটন দেব (৩৪) ও মিলন কুমার বিশ্বাস (২৫), মিরপুরের স্বাধীন রাজবংশী (৫০), কুষ্টিয়ার নাসিমা শেখ (৪১), যশোরের আহমেদ আলী (৩৭), চট্টগ্রামের শুভ মজুমদার (২৫), পটুয়াখালীর মেহেদী (২৫), মাদারীপুরের খোকন ব্যাপারী (৪১) ও মহিউদ্দিন ফকির (২৭), নড়াইলের ফরিদ শেখ (২৭), চুয়াডাঙ্গার নূর জাহান (৩২), ঝিনাইদহের জিসান মণ্ডল (১৯) ও সাইদুল ইসলাম (২৮), সাতক্ষীরার মাজিদা ঢালী (৩৭), মিঠুন ঘোষ (৩২), শামিম হোসেন (২৮) ও খালিদা সরদার (৪৩)।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বানী ইসরাইল জানান, গতকাল রাতেই বিজিবি ১৮ জনকে গাংনী থানায় হস্তান্তর করেছে। তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তাদের হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণতন্ত্রের অভিযাত্রায় সংকট সৃষ্টি হলে ‘কালো ঘোড়ার অনুপ্রবেশ’ হতে পারে : রিজভী
ফিলিস্তিনি ৪৫ জনের মরদেহ ফেরত দিল ইসরাইল
রোহিঙ্গাদের জন্য প্রাণরক্ষাকারী স্বাস্থ্যসামগ্রী হস্তান্তর করল ইউএনএফপিএ ও ইউরোপীয় ইউনিয়ন
কৃষি থেকে মিথেন নির্গমন কমাতে বিজ্ঞানভিত্তিক পদক্ষেপের উপর গুরুত্বারোপ 
২৯ জন নির্বাচন কর্মকর্তার চাকরি স্থায়ী করল ইসি
চাকসু নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে, চলছে গণনা
শিক্ষাবিদ কাজি গোলাম মহিউদ্দিনের দাফন সম্পন্ন
রূপনগরে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
বিওএ নির্বাচন আগামী ২৯ নভেম্বর
আফগানিস্তানের কাবুলে জোড়া বিস্ফোরণ
১০