মেহেরপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ১৮ বাংলাদেশিকে হস্তান্তর

বাসস
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৯
কাজীপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ১৮ বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করেছে ভারতীয় বিএসএফ। ছবি : বাসস

মেহেরপুর, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ১৮ বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

গতকাল শুক্রবার দিবাগত রাতে কাজিপুর সীমান্তের ১৪৭ নম্বর পিলারের কাছে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এবং ভারতের ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ের বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ১৪ জন পুরুষ ও চার নারীসহ মোট ১৮ জন বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করা হয়। 

এ সময় বাংলাদেশের পক্ষে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাবিদ হোসেন এবং কাজীপুর বিওপি’র কোম্পানি কমান্ডার সুবেদার মো. শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন গান্দিনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি সুনীল কুমারসহ বিএসএফ সদস্যরা।

হস্তান্তরকৃত ব্যক্তিরা হলেন, রাজশাহীর আব্দুল কুদ্দুস (২৬), মৌলভীবাজারের লিটন দেব (৩৪) ও মিলন কুমার বিশ্বাস (২৫), মিরপুরের স্বাধীন রাজবংশী (৫০), কুষ্টিয়ার নাসিমা শেখ (৪১), যশোরের আহমেদ আলী (৩৭), চট্টগ্রামের শুভ মজুমদার (২৫), পটুয়াখালীর মেহেদী (২৫), মাদারীপুরের খোকন ব্যাপারী (৪১) ও মহিউদ্দিন ফকির (২৭), নড়াইলের ফরিদ শেখ (২৭), চুয়াডাঙ্গার নূর জাহান (৩২), ঝিনাইদহের জিসান মণ্ডল (১৯) ও সাইদুল ইসলাম (২৮), সাতক্ষীরার মাজিদা ঢালী (৩৭), মিঠুন ঘোষ (৩২), শামিম হোসেন (২৮) ও খালিদা সরদার (৪৩)।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বানী ইসরাইল জানান, গতকাল রাতেই বিজিবি ১৮ জনকে গাংনী থানায় হস্তান্তর করেছে। তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তাদের হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল কাল শুরু
কুষ্টিয়ায় বজ্রপাতে দু’জনের মৃত্যু 
অস্ত্র মামলায় দুইদিনের রিমান্ডে টগর
তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করাই সরকারের লক্ষ্য : ফয়েজ আহমদ তৈয়্যব
বির্তককে সঙ্গী করে কাল সুপার ফোরে মুখোমুখি ভারত ও পাকিস্তান
জার্মানীর বিশ্বকাপ জয়ী সেন্টার-ব্যাক বোয়াটেংয়ের অবসরের ঘোষনা
পূজার্থীরা সাহসের সঙ্গে বুক ফুলিয়ে দুর্গাপূজা উদযাপন করবেন : ধর্ম উপদেষ্টা 
দুর্নীতি নির্মূল করা না গেলে কোনো সংস্কারই কাজে আসবে না: ড. মঈন খান
নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে দেওয়া হবে শ্রমিকদের বেতন
বিএসসি ইন হেলথ টেকনোলজি ভর্তি পরীক্ষার ৩য় দফার ফল প্রকাশ
১০