অস্ত্র মামলায় দুইদিনের রিমান্ডে টগর

বাসস
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫৬

ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর লালবাগ থানার অস্ত্র আইনে করা মামলায় অভিযুক্ত মুশফিক উদ্দিন টগরের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার আসামি টগর এর আগেও কারাভোগ করেছেন।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা লালবাগ থানার এসআই মতিয়ার রহমান বুলবুল।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফরহাদ ইশতিয়াক তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার আজিমপুর এলাকা থেকে বিকালে টগরকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারের সময় তার কাছ থেকে-৩২ মিলিমিটারের একটি রিভলবার, একটি ম্যাগজিন, একটি কাঠের পিস্তলের গ্রিপ, ১৫৫ রাউন্ড (২২ রাইফেল) গুলি, একটি ৭.৬২ মিলিমিটারের মিসফায়ার গুলি, একটি শটগানের খালি কার্তুজ, দু’টি মুখোশ ও দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৩ এর ডিএডি (কোম্পানি কমান্ডার) মো. খালেকুজ্জামান শুক্রবার বিকালে তার বিরুদ্ধে অস্ত্র আইনে লালবাগ থানায় একটি মামলা দায়ের করেন।

উল্লেখ্য, ২০০২ সালের ৮ জুন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ক্যাম্পাসে মোকাম্মেল হায়াত খান ও মুশফিক উদ্দিন টগর গ্রুপের মধ্যে দরপত্র সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বুয়েটের কেমিপ্রকৌশল বিভাগের ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থী সনি।

এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তার কারাদণ্ড দিয়েছিলেন আদালত। সাজাভোগের পর তিনি ২০২০ সালের ২০ আগস্ট কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান টগর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝিনাইদহে জেলা জামায়াতের সুধী সমাবেশ
নজরুলের ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থের শতবর্ষে ‘গাহি সাম্যের গান’ সংকলন প্রকাশ
চট্টগ্রামবাসীর সুস্বাস্থ্য নিশ্চিতে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে : চসিক মেয়র
খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ’র গুলি বিনিময়, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
স্বাগতিক মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনালে লাল সবুজের বাংলাদেশ
চাকসু নির্বাচনে নতুন প্যানেল ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’
দুর্গোৎসব উপলক্ষে ভোলায় ২৭টি মন্দির কমিটির সঙ্গে জামায়াতের মতবিনিময়
জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের সভা অনুষ্ঠিত
জনগণের পাশে থাকতে হবে, জনগণকে পাশে রাখতে হবে: তারেক রহমান
তামাকমুক্ত প্রজন্ম গড়তে আইন শক্তিশালীকরণের তাগিদ বিশেষজ্ঞদের
১০