নির্বাচনী দায়িত্ব পালনে চট্টগ্রাম নগর পুলিশের প্রশিক্ষণ শুরু 

বাসস
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০১
নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন সিএমপির। ছবি: বাসস

চট্টগ্রাম, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। 

শনিবার (২০ সেপ্টেম্বর) ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে এ কর্মশালার উদ্বোধন করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ। এতে বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা অংশ নিয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাসিব আজিজ বলেন, জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন পুলিশ সদস্যদের জন্য যেমন একটি গৌরবের বিষয়, তেমনি এটি একটি বড় দায়িত্বও। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণের মাধ্যমে আপনাদের পেশাগত দক্ষতা, ধৈর্য ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা আরও সুদৃঢ় হবে। 

তিনি বলেন, আমি প্রত্যাশা করি, আপনারা নিষ্ঠা, সততা ও সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালন করবেন। নির্বাচনী দায়িত্ব পালনের সময় জনগণের আস্থা অর্জন করাই হবে আমাদের সবচেয়ে বড় সফলতা।

সিএমপি জানায়, তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে নির্বাচনকালীন দায়িত্ব পালনের কৌশল, জনসংযোগ, সংকট মোকাবিলা, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও আইনের যথাযথ প্রয়োগ বিষয়ে বিশেষ সেশন অনুষ্ঠিত হবে।

এসময় উপস্থিত ছিলেন- সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আসফিকুজ্জামান আকতার, উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণতন্ত্রের অভিযাত্রায় সংকট সৃষ্টি হলে ‘কালো ঘোড়ার অনুপ্রবেশ’ হতে পারে : রিজভী
ফিলিস্তিনি ৪৫ জনের মরদেহ ফেরত দিল ইসরাইল
রোহিঙ্গাদের জন্য প্রাণরক্ষাকারী স্বাস্থ্যসামগ্রী হস্তান্তর করল ইউএনএফপিএ ও ইউরোপীয় ইউনিয়ন
কৃষি থেকে মিথেন নির্গমন কমাতে বিজ্ঞানভিত্তিক পদক্ষেপের উপর গুরুত্বারোপ 
২৯ জন নির্বাচন কর্মকর্তার চাকরি স্থায়ী করল ইসি
চাকসু নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে, চলছে গণনা
শিক্ষাবিদ কাজি গোলাম মহিউদ্দিনের দাফন সম্পন্ন
রূপনগরে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
বিওএ নির্বাচন আগামী ২৯ নভেম্বর
আফগানিস্তানের কাবুলে জোড়া বিস্ফোরণ
১০