খুলনার প্রযুক্তিপ্রেমীদের স্বপ্ন দেখাচ্ছে এলিভেটপে বিটপা কনফারেন্স

বাসস
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫১
শনিবার খুলনা শিল্পকলা একাডেমিতে ‘এলিভেটপে বিটপা কনফারেন্স-২০২৫’ অনুষ্ঠিত। ছবি: বাসস

খুলনা, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : তরুণ প্রযুক্তিপ্রেমী, উদ্যোক্তা ও ফ্রিল্যান্সারদের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেছে খুলনায় অনুষ্ঠিত ‘এলিভেটপে বিটপা কনফারেন্স-২০২৫’। দিনব্যাপী আয়োজিত এ কনফারেন্সে তরুণদের অনুপ্রাণিত করার পাশাপাশি তাদের ভবিষ্যৎ প্রযুক্তি বিশ্বের সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরা হয়।

বাংলাদেশ আইটি প্রফেশনাল অ্যাসোসিয়েশনের (বিটপা) আয়োজনে আজ শনিবার খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। প্রায় ৮০০ জনের অংশগ্রহণে দিনভর অনুষ্ঠিত সম্মেলনের সেশনগুলোতে বক্তারা প্রযুক্তির বিভিন্ন খাত নিয়ে আলোচনা করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্রিল্যান্সিং, স্টার্টআপ কালচার, ইউএক্স ডিজাইন, সাইবার নিরাপত্তা ও উদ্ভাবনী প্রযুক্তি ছিল আলোচনার মূল বিষয়।

কনফারেন্সের উদ্বোধনী বক্তব্যে বিটপা সভাপতি মুজাহিদুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের আইটি খাতে তরুণদের অবদানই আমাদের শক্তি। এই প্রজন্ম প্রযুক্তিতে দক্ষ হয়ে উঠলে বাংলাদেশ আগামী দশকে বিশ্বমানের আইটি শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে।

তিনি আশা প্রকাশ করে আরো বলেন, ‘আজকের কনফারেন্সে খুলনার তরুণ-তরুণীরা দেশ সেরা অনলাইন এক্সপার্টদের সান্নিধ্যে তাদের মেধাকে আরো দক্ষ ও শক্তিশালী করতে পারবে।’

জনপ্রিয় অনলাইন ব্যক্তিত্ব রাফায়েত রাকিব তরুণদের উদ্দেশ্যে বলেন, ‘আজকের তরুণরাই আগামী দিনের আইটি লিডার। নিজেদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে তারা শুধু নিজেদের নয়, গোটা দেশের ভবিষ্যৎ গড়ে তুলবে।’

কনফারেন্সে তারা নতুন উদ্যম ও আত্মবিশ্বাস নিয়ে ফিরে যাচ্ছেন জানিয়ে অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের কনফারেন্স শুধু শিখতে নয়, নিজের ভেতরে লুকিয়ে থাকা স্বপ্ন ও সাহস জাগিয়ে তোলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণতন্ত্রের অভিযাত্রায় সংকট সৃষ্টি হলে ‘কালো ঘোড়ার অনুপ্রবেশ’ হতে পারে : রিজভী
ফিলিস্তিনি ৪৫ জনের মরদেহ ফেরত দিল ইসরাইল
রোহিঙ্গাদের জন্য প্রাণরক্ষাকারী স্বাস্থ্যসামগ্রী হস্তান্তর করল ইউএনএফপিএ ও ইউরোপীয় ইউনিয়ন
কৃষি থেকে মিথেন নির্গমন কমাতে বিজ্ঞানভিত্তিক পদক্ষেপের উপর গুরুত্বারোপ 
২৯ জন নির্বাচন কর্মকর্তার চাকরি স্থায়ী করল ইসি
চাকসু নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে, চলছে গণনা
শিক্ষাবিদ কাজি গোলাম মহিউদ্দিনের দাফন সম্পন্ন
রূপনগরে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
বিওএ নির্বাচন আগামী ২৯ নভেম্বর
আফগানিস্তানের কাবুলে জোড়া বিস্ফোরণ
১০