খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক বাছাই পরীক্ষা ২৬ সেপ্টেম্বর

বাসস
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৩:০৪

ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক বাছাই পরীক্ষা ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

আজ শনিবার খাদ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগ সংস্থাপন শাখার উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় এতদ্দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে খাদ্য অধিদপ্তরের ২৫ (পঁচিশ) ক্যাটাগরির ১৭৯১টি শূন্যপদে জনবল নিয়োগের লক্ষ্যে প্রশাসন বিভাগ, খাদ্য অধিদপ্তরের ৩১/০৮/২০২৩ খ্রি. তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি এবং ০৯/০৩/২০২৫খ্রি. তারিখের পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়। 

উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে ৩য় পর্যায়ে অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) পদে নিয়োগের বাছাই পরীক্ষা (MCQ পদ্ধতিতে) আগামী ২৬/০৯/২০১৫খ্রি. তারিখ সকাল ১০টা হতে ১১ টা পর্যন্ত ০৮টি বিভাগীয় জেলা শহরে অনুষ্ঠিত হবে।

প্রবেশপত্র অনলাইন হতে ডাউনলোড ও প্রিন্ট করে উক্ত পদে আবেদনকারী/প্রার্থীদেরকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।

আবেদনকারী প্রার্থীগণ ২০ সেপ্টেম্বর  সকাল ১০ টা হতে http://admit.dgfood.gov.bd ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।

প্রার্থীগণকে আবশ্যিকভাবে প্রবেশপত্রের রঙিন কপি প্রিন্ট করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।

প্রবেশপত্র ডাউনলোড করতে কোন সমস্যা হলে হটলাইন ০১৭১০৮৮২৯৫৬ (অফিস চলাকালীন এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

জটিলতা এড়ানোর লক্ষ্যে শেষ তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুততার সাথে প্রবেশপত্র ডাউনলোড করার জন্য অনুরোধ করা হলো।

নিয়োগ বিজ্ঞপ্তির অন্যান্য পদের পরীক্ষা পরবর্তীতে ধাপে ধাপে অনুষ্ঠিত হবে। পরবর্তী পরীক্ষার সময়সূচি খাদ্য অধিদপ্তরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

এতে মহাপরিচালক মহোদয়ের অনুমোদন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
উত্তরা আধুনিক মেডিকেল কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
সাকিবের রেকর্ড ভাঙলেন লিটন
জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্যে কাজ করার আহ্বান জামায়াতের আমিরের
রোহিঙ্গা সংকটকে আলোচনার কেন্দ্রে রাখতে সংবাদ মাধ্যমের প্রতি আহ্বান
তরুণদের স্বপ্ন দেখালো খুলনার ‘এলিভেটপে বিটপা কনফারেন্স’
পূজামণ্ডপে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত : স্বরাষ্ট্র উপদেষ্টা
ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
পিরোজপুরের ১৩ জেলে ভারতের কারাগারে : দেশে ফিরিয়ে আনার আকুতি স্বজনদের
বিজিএমইএ’র ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
কুয়াকাটায় প্লাস্টিক বর্জ্য রোধে সচেতনতা সেমিনার
১০