৭০ হাজার পিস ইয়াবা ও ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

বাসস
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৩:০৭

ঢাকা, ২০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর যাত্রাবাড়ী থেকে ৭০ হাজার পিস ইয়াবা ও ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। 

আজ শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কক্সবাজার থেকে একটি কাভার্ড ভ্যানে ঢাকায় ইয়াবা আসছে। এই তথ্যের ভিত্তিতে মতিঝিল গোয়েন্দা বিভাগের একটি দল যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় (ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক) অবস্থান নেয়। পরে গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে একটি কাভার্ড ভ্যানসহ শরিয়ত উল্লাহ (৪৩) ও রহিম বাদশাকে (৩৬) আটক করা হয়। এসময় কাভার্ড ভ্যান তল্লাশি চালিয়ে ভ্যানের ভেতর বিশেষ কায়দায় তৈরি গোপন প্রকোষ্ঠ থেকে ইয়াবা ট্যাবলেটগগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে আজ শনিবার বিকেল আনুমানিক ৪ টা ৪০ মিনিটে যাত্রাবাড়ী থানার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকা থেকে ৫২ কেজি গাঁজাসহ দেলোয়ার হোসেন লিটনকে (৪৩) গ্রেফতার করা হয়। এসময় গাঁজা পরিবহণে ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়। 

গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার ও কুমিল্লা থেকে মাদক এনে রাজধানী ঢাকাসহ এর আশপাশের জেলায় বিক্রয় করে মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
উত্তরা আধুনিক মেডিকেল কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
সাকিবের রেকর্ড ভাঙলেন লিটন
জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্যে কাজ করার আহ্বান জামায়াতের আমিরের
রোহিঙ্গা সংকটকে আলোচনার কেন্দ্রে রাখতে সংবাদ মাধ্যমের প্রতি আহ্বান
তরুণদের স্বপ্ন দেখালো খুলনার ‘এলিভেটপে বিটপা কনফারেন্স’
পূজামণ্ডপে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত : স্বরাষ্ট্র উপদেষ্টা
ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
পিরোজপুরের ১৩ জেলে ভারতের কারাগারে : দেশে ফিরিয়ে আনার আকুতি স্বজনদের
বিজিএমইএ’র ৪২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
কুয়াকাটায় প্লাস্টিক বর্জ্য রোধে সচেতনতা সেমিনার
১০