বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খাল পরিষ্কার কার্যক্রম উত্তরায়

বাসস
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৮
উত্তরার ১৫ নম্বর সেক্টরে বিএনপির খাল পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত । ছবি: বাসস

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকার উত্তরার ১৫ নম্বর সেক্টরে খাল পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সেক্টরের এভিনিউ-ওয়ান সংলগ্ন ৫ নম্বর ব্রিজের পাশে শনিবার খাল পরিষ্কার কর্মসূচি পরিচালনা করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী পরিকল্পনা এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্বোধনে মাসব্যাপী এ কর্মসূচি ইতোমধ্যেই সারাদেশে সফলভাবে বাস্তবায়িত হচ্ছে।

কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান। কার্যক্রমের নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন।

এ সময় তিনি বলেন, রূপায়ণ সিটির গেট থেকে ৫ নম্বর ব্রিজ পর্যন্ত প্রায় আড়াই থেকে তিন কিলোমিটার দীর্ঘ লেক পরিষ্কার-পরিচ্ছন্নতার আওতায় আনতে সক্ষম হব। 

এই কর্মসূচিতে অংশগ্রহণ এবং অন্যদের উদ্বুদ্ধ করতে সারাাদেশের তরুণ সমাজ, বিএনপির নেতাকর্মী এবং সাধারণ জনগণকে আহ্বান জানান আফাজ উদ্দিন। 

তিনি আরও বলেন, আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরিচ্ছন্ন বাংলাদেশ ও পরিচ্ছন্ন সমাজ গড়ে তোলা আমাদের সম্মিলিত দায়িত্ব।

আফাজ উদ্দিন বলেন, আমি মনে করি, যদি আমরা জীবনের মূল্যবান সময় থেকে প্রতিদিন অল্প কিছু সময় ব্যয় করি, তবে পাড়া-মহল্লা, থানা-উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনের আওতাধীন এলাকাগুলোতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম চালানো সম্ভব।

বিএনপির এ নেতা আরও জানান, দলের ঘোষিত ৩১ দফার কর্মসূচির মধ্যেই আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণের পূর্ণ পরিকল্পনা উল্লেখ রয়েছে। সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে একটি সুন্দর, সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ে তোলা হবে, ইনশাআল্লাহ।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা বিএনপি, ১ ও ৫১ নম্বর ওয়ার্ড বিএনপি এবং ঢাকা-১৮ আসনের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতা ও স্থানীয়রা।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণতন্ত্রের অভিযাত্রায় সংকট সৃষ্টি হলে ‘কালো ঘোড়ার অনুপ্রবেশ’ হতে পারে : রিজভী
ফিলিস্তিনি ৪৫ জনের মরদেহ ফেরত দিল ইসরাইল
রোহিঙ্গাদের জন্য প্রাণরক্ষাকারী স্বাস্থ্যসামগ্রী হস্তান্তর করল ইউএনএফপিএ ও ইউরোপীয় ইউনিয়ন
কৃষি থেকে মিথেন নির্গমন কমাতে বিজ্ঞানভিত্তিক পদক্ষেপের উপর গুরুত্বারোপ 
২৯ জন নির্বাচন কর্মকর্তার চাকরি স্থায়ী করল ইসি
চাকসু নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে, চলছে গণনা
শিক্ষাবিদ কাজি গোলাম মহিউদ্দিনের দাফন সম্পন্ন
রূপনগরে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
বিওএ নির্বাচন আগামী ২৯ নভেম্বর
আফগানিস্তানের কাবুলে জোড়া বিস্ফোরণ
১০