ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আয়মন হাসান রাহাত।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার উপ-সচিব মোহাম্মদ বারিউল করিম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মো. আয়মন হাসান রাহাত, পিতা মো. ফরিদ উদ্দিন, গ্রাম রামারপোল, উপজেলা মুলাদী, জেলা বরিশাল-কে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হলো। পাশাপাশি তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার সহকারী একান্ত সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্বও পালন করবেন।
নিয়োগটি ২০১৫ সালের চাকরি আদেশ অনুযায়ী ৯ম গ্রেডে, ২২,০০০-৫৩,০৬০ টাকা বেতন স্কেলের সর্বোচ্চ ধাপ ৫৩,০৬০/- টাকায় করা হয়েছে। তার যোগদানের তারিখ থেকে উপদেষ্টার মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) এই নিয়োগ কার্যকর থাকবে।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।