এলজিআরডি উপদেষ্টার নতুন এপিএস আয়মান রাহাত

বাসস
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৯
মো. আয়মন হাসান রাহাত। ছবি: সংগৃহীত

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আয়মন হাসান রাহাত।

সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নিয়োগ শাখার উপ-সচিব মোহাম্মদ বারিউল করিম খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মো. আয়মন হাসান রাহাত, পিতা মো. ফরিদ উদ্দিন, গ্রাম রামারপোল, উপজেলা মুলাদী, জেলা বরিশাল-কে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ দেওয়া হলো। পাশাপাশি তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার সহকারী একান্ত সচিব হিসেবে অতিরিক্ত দায়িত্বও পালন করবেন।

নিয়োগটি ২০১৫ সালের চাকরি আদেশ অনুযায়ী ৯ম গ্রেডে, ২২,০০০-৫৩,০৬০ টাকা বেতন স্কেলের সর্বোচ্চ ধাপ ৫৩,০৬০/- টাকায় করা হয়েছে। তার যোগদানের তারিখ থেকে উপদেষ্টার মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) এই নিয়োগ কার্যকর থাকবে। 

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মহানবী (সা.) মানবাধিকার প্রতিষ্ঠার অগ্রপথিক : ধর্ম উপদেষ্টা 
দুর্গাপূজা উপলক্ষে শাঁখারীবাজারে ‘শাঁখা’ কেনার ধুম
ময়মনসিংহে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শারদীয় দুর্গোৎসব শুরু
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৬৫১ মামলা
দিনাজপুরে পূজামন্ডপের জন্য ৬৩৭ মেট্রিক টন পাঁচশ’ কেজি চাল বরাদ্দ
শরণখোলায় চালু হলো উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-আঞ্চলিক কেন্দ্র
তুরাগে পরিবারিক কলহে স্ত্রীকে হত্যা: স্বামীসহ গ্রেফতার ২
পরিকল্পনা কমিশনের সদস্য মো. রুহুল আমিন ওএসডি
জনপ্রশাসন সিনিয়র সচিব মোখলেস উর রহমানকে পরিকল্পনা কমিশনে বদলি
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত 
১০