ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ককটেল, বিস্ফোরক, মাদক ও দেশীয় অস্ত্রসহ ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ তাদের গ্রেফতার করেছে।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গতকাল শনিবার বিকেল ৪টা থেকে দিবাগত রাত সাড়ে ৩টা পর্যন্ত মোহাম্মদপুর থানা পুলিশ জেনেভা ক্যাম্পে অভিযান চালায়। এসময় আটটি ককটেল, দু’টি পেট্রোল বোমা, ছয়টি সামুরাই, পাঁচটি হেলমেট, তিনটি ছুরি, ১১টি চোরাই মোবাইল ও ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। রাজধানীর আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ডিএমপির নিয়মিত অভিযান চলমান থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।