তুরাগে পরিবারিক কলহে স্ত্রীকে হত্যা: স্বামীসহ গ্রেফতার ২

বাসস
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৯

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর তুরাগ থানা এলাকায় পারিবারিক কলহের জেরে বিথী আক্তার ওরফে বিলকিস (৩৫) নামে এক গৃহবধূকে হত্যার ঘটনায় স্বামীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন- মো. বাবুল মিয়া (৪৭) ও মো. সম্রাট (২০)।

রোববার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল মিরপুর ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে বিথী আক্তার নিখোঁজ হন। ভিক্টিমের মা মনোয়ারা বেগম ক্যান্টনমেন্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ১৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে তুরাগ থানার রাজউকের ১৭ নম্বর সেক্টরের খেলার মাঠে কাশবনের মধ্যে ভিক্টিম বিথীর মৃতদেহ পাওয়া যায়। এ ঘটনায় মনোয়ারা বেগম তুরাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এতে আরও বলা হয়, মামলার পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যাকাণ্ডে জড়িতদের অবস্থান সনাক্ত করে। পরে গতকাল দুপুর ১২ টা ৫০ মিনিটের দিকে পল্লবী থানা পুলিশের সহায়তায় মিরপুর ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে ভিকটিমের স্বামী বাবুলকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকেল সাড়ে পাঁচটার দিকে মিরপুর-১২ কালাপানি এলাকা থেকে সম্রাটকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা পরিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পোলার আইসক্রীম ২৯তম স্কুল হ্যান্ডবলের প্লেট পর্বের ফাইনাল কাল
প্রলোভন ও প্ররোচনার ঊর্ধ্বে উঠে পিআইওদের কাজ করতে হবে : ত্রাণ উপদেষ্টা
গাজা থেকে দুটি রকেট ছোড়া হয়েছে : ইসরাইলি বাহিনী
চুয়াডাঙ্গায় দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
ভারতের চ্যালেঞ্জ মোকাবেলা জন্য আত্মবিশ্বাসী বাংলাদেশ
জয়পুরহাটে রেডক্রিসেন্ট সোসাইটির ৪দিনব্যাপী কর্মশালা শুরু
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি : ফিলিপাইনের আরসিবিসির ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত
টেবিল টেনিস এককে মাহমুদুন্নবী চঞ্চল, দ্বৈতে চঞ্চল-রুমেল জুটি চ্যাম্পিয়ন
সাবেক অ্যাটর্নি জেনারেল সালাহ উদ্দীন আহমাদ আর নেই
মুস্তাফিজ-সাইফের প্রশংসায় লিটন
১০