দুদক চেয়ারম্যানের পিএস পরিচয়ে প্রতারণা, সর্তক থাকার আহ্বান

বাসস
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৯

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানের একান্ত সচিব (পিএস) পরিচয়ে প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তি ও সাবেক সচিবদের ফোন করে অভিযোগ বা মামলা থেকে অব্যাহতির আশ্বাস দিয়ে প্রতারণা করছে বলে জানিয়েছে সংস্থাটি। 

আজ রোববার দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অতীতে দুদক চেয়ারম্যান, মহাপরিচালক বা অন্যান্য কর্মকর্তার পরিচয় ব্যবহার করে মামলা নিষ্পত্তি বা অব্যাহতির প্রলোভন দেখিয়ে প্রতারণার একাধিক ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রতারক চক্রের অনেক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ০১৬০২১২৪৮৪৭ নম্বর থেকে ফোন করে প্রতারক চক্র দুদক চেয়ারম্যানের পিএস মো. সাইফুল ইসলামের নাম ও ছবি ব্যবহার করে প্রলোভন দেখাচ্ছে। দুদক জানিয়েছে, এই ফোন কল সম্পূর্ণ ভুয়া এবং প্রতারণার উদ্দেশ্যে করা হচ্ছে।

সবাইকে সতর্ক করে দুদক বলেছে, কেউ যেন দুদক কর্মকর্তা পরিচয়ে ফোন কল, বার্তা বা ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে প্রতারিত না হন। যদি কেউ এমন ফোন কল বা বার্তা পান অথবা প্রতারণা ও অনিয়মের কোনো তথ্য জানতে পারেন, তাহলে অবিলম্বে দুদকের টোল-ফ্রি হটলাইন ১০৬-এ জানানোর অনুরোধ করা হয়েছে। এ ছাড়া নিকটস্থ দুদক কার্যালয় বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিতেও আহ্বান জানানো হয়েছে।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণতন্ত্রের অভিযাত্রায় সংকট সৃষ্টি হলে ‘কালো ঘোড়ার অনুপ্রবেশ’ হতে পারে : রিজভী
ফিলিস্তিনি ৪৫ জনের মরদেহ ফেরত দিল ইসরাইল
রোহিঙ্গাদের জন্য প্রাণরক্ষাকারী স্বাস্থ্যসামগ্রী হস্তান্তর করল ইউএনএফপিএ ও ইউরোপীয় ইউনিয়ন
কৃষি থেকে মিথেন নির্গমন কমাতে বিজ্ঞানভিত্তিক পদক্ষেপের উপর গুরুত্বারোপ 
২৯ জন নির্বাচন কর্মকর্তার চাকরি স্থায়ী করল ইসি
চাকসু নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে, চলছে গণনা
শিক্ষাবিদ কাজি গোলাম মহিউদ্দিনের দাফন সম্পন্ন
রূপনগরে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
বিওএ নির্বাচন আগামী ২৯ নভেম্বর
আফগানিস্তানের কাবুলে জোড়া বিস্ফোরণ
১০