নতুন প্রজন্মের নেতৃত্বে পরিবর্তনের স্বপ্ন দেখছে শিক্ষার্থীরা : এ্যানি

বাসস
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৩
ছবি : বাসস

লক্ষ্মীপুর, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ৫ আগস্টের পর নতুন প্রজন্মের মধ্যে এক ধরনের জাগরণ সৃষ্টি হয়েছে। তারা নেতৃত্ব দিতে চায়, পরিবর্তনের অগ্রদূত হতে চায়।

তিনি বলেন, ‘শিক্ষার্থীরা আজ ওপেনলি বলছে, রাজনৈতিক দলের মধ্যে গুণগত পরিবর্তন আসুক। তারা মনে করছে—যদি নতুন প্রজন্ম নেতৃত্বে আসে, দেশকে বদলে দেবে। জুলাই আন্দোলনই তার প্রমাণ।’

আজ রোববার সদর উপজেলার দত্তপাড়া ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ্যানি বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনে বিএনপি নেতাকর্মীরা গুম, খুন, নির্যাতন, মামলা ও হামলার শিকার হয়েছে। এরপরও আন্দোলন সংগ্রাম থামানো যায়নি। সবশেষ জুলাই আন্দোলনে শিক্ষার্থীরা অভিভাবকদের হাত ধরে বিএনপির পাশে দাঁড়িয়েছে। তখনই স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, 'এই শিক্ষার্থীরা কেউ আপনাদের ভাই, কেউ বোন, কেউ বা সন্তান। তারা সমাজের বাইরের কেউ  নয়। যুগের চাহিদা অনুযায়ী গুণগত পরিবর্তনের মাধ্যমে নতুন নেতৃত্ব গড়ে তোলার দাবি তাদের। দেশের সব বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠান আজ সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাচ্ছে। নতুন জেনারেশনের কাছ থেকে আমাদের শিখতে হবে।'

ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি এ্যানির পরামর্শ, 'বর্তমান প্রজন্মের সেন্টিমেন্ট বুঝতে হবে। তাদের মতামত, অনুভূতির প্রতি সম্মান জানাতে হবে। তবেই  ছাত্রদলের কর্মীরা বড় নেতা হয়ে উঠতে পারবে। যারা সামনে ছাত্রদলের নেতৃত্বে আসবে, সবাইকে নিয়মিত ছাত্র হতে হবে—এর বিকল্প নেই।'

তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরামর্শ দিয়েছেন—ঐক্যবদ্ধভাবে টিমওয়ার্কের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছতে হবে। বিশেষ করে বিগত আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছেন—মা-বোনদের ঐক্যবদ্ধ রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দত্তপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নুরুল আলম বুলবুল। সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মাসুমা বানু রিতা।

এসময় আরও বক্তব্য রাখেন—বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ও বিএনপি নেতা ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপী, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন, কলেজ গর্ভনিং কমিটির সদস্য মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, হাবিবুর রহমান বাবু এবং চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ ভূইয়া প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণতন্ত্রের অভিযাত্রায় সংকট সৃষ্টি হলে ‘কালো ঘোড়ার অনুপ্রবেশ’ হতে পারে : রিজভী
ফিলিস্তিনি ৪৫ জনের মরদেহ ফেরত দিল ইসরাইল
রোহিঙ্গাদের জন্য প্রাণরক্ষাকারী স্বাস্থ্যসামগ্রী হস্তান্তর করল ইউএনএফপিএ ও ইউরোপীয় ইউনিয়ন
কৃষি থেকে মিথেন নির্গমন কমাতে বিজ্ঞানভিত্তিক পদক্ষেপের উপর গুরুত্বারোপ 
২৯ জন নির্বাচন কর্মকর্তার চাকরি স্থায়ী করল ইসি
চাকসু নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে, চলছে গণনা
শিক্ষাবিদ কাজি গোলাম মহিউদ্দিনের দাফন সম্পন্ন
রূপনগরে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
বিওএ নির্বাচন আগামী ২৯ নভেম্বর
আফগানিস্তানের কাবুলে জোড়া বিস্ফোরণ
১০