জনগণের পরিকল্পনাতেই হবে জলবায়ু সহনশীল শহর

বাসস
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১০
প্রতীকী ছবি

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিজেদের পরিকল্পনাতেই গড়ে উঠবে সহনশীল নগর।

আজ রোববার ঢাকায় এক জাতীয় কর্মশালায় এমন এক যুগান্তকারী উদ্যোগের ফলাফল তুলে ধরা হয়।

‘অন্তর্ভুক্তিমূলক জলবায়ু স্মার্ট সিটির জন্য জনগণের অভিযোজন পরিকল্পনা’ শীর্ষক এই প্রকল্পের আওতায় লাকসাম, ফেনী ও মীরসরাইয়ের মতো জলবায়ু-ঝুঁকিপূর্ণ শহরগুলোর সাধারণ মানুষ প্রথমবারের মতো নিজেদের সংকট মোকাবিলার পথ নিজেরাই তৈরি করেছেন।

ইংল্যান্ড সরকারের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের অর্থায়ন এবং গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের কৌশলগত সহায়তায় সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ এবং ইয়াং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন প্রকল্পটি বাস্তবায়ন করেছে। প্রকল্পের কারিগরি সহায়তায় রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগ।

অপর্যাপ্ত অবকাঠামোর কারণে জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নিম্ন-আয়ের জনগোষ্ঠীর ক্ষমতায়ন প্রকল্পের মূল লক্ষ্য ।

কর্মশালায় উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনের ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্ট টিমের ডেপুটি টিম লিডার এ বি এম ফিরোজ আহমেদ, সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের পরিচালক আব্দুল্লাহ আল মামুন, জিসিএ-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ রিতা লোহানী এবং ফেনী জেলা উপ-পরিচালক (স্থানীয় সরকার) ও ফেনী সদর পৌরসভার প্রশাসক গোলাম মো. বাতেন।

ওই অঞ্চলের বাসিন্দারা বছরের পর বছর ধরে বন্যা, অতিবৃষ্টি, জলাবদ্ধতা এবং তাপপ্রবাহের মতো দুর্যোগ মোকাবেলা করে আসছেন। প্রকল্পের আওতায় পরিচালিত জলবায়ু ঝুঁকি মূল্যায়ন সমীক্ষায় তারা নিজেদের সমস্যাগুলোকে প্রথমবারের মতো গুরুত্বের সাথে তুলে ধরেছেন।

কর্মশালায় লাকসাম থেকে আসা এক কমিউনিটি প্রতিনিধি বলেন, প্রতি বর্ষায় আমাদের বাড়িঘর পানিতে তলিয়ে যায় এবং নিরাপদ পানীয় জলের জন্য তীব্র সংকট দেখা দেয়। যদি ড্রেন করা যায়, তাহলে এর সমাধান হয়। এই প্রকল্পের মাধ্যমে আমরা আমাদের কথা বলার সুযোগ পেয়েছি।

এই প্রকল্পের সবচেয়ে উদ্ভাবনী দিক ছিল এর কর্মকৌশল। এতে জিআইএস ম্যাপিং-এর মতো আধুনিক বৈজ্ঞানিক তথ্য-উপাত্তের সাথে পারিবারিক জরিপ ও দলীয় আলোচনার মাধ্যমে প্রাপ্ত স্থানীয় জনগোষ্ঠীর জ্ঞান ও অভিজ্ঞতার এক দারুণ সমন্বয় ঘটানো হয়েছে। এর ভিত্তিতেই তৈরি হয়েছে ‘জনগণের অভিযোজন পরিকল্পনা’,  যা সম্পূর্ণভাবে স্থানীয় মানুষের প্রয়োজন ও অগ্রাধিকারের প্রতিফলন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণতন্ত্রের অভিযাত্রায় সংকট সৃষ্টি হলে ‘কালো ঘোড়ার অনুপ্রবেশ’ হতে পারে : রিজভী
ফিলিস্তিনি ৪৫ জনের মরদেহ ফেরত দিল ইসরাইল
রোহিঙ্গাদের জন্য প্রাণরক্ষাকারী স্বাস্থ্যসামগ্রী হস্তান্তর করল ইউএনএফপিএ ও ইউরোপীয় ইউনিয়ন
কৃষি থেকে মিথেন নির্গমন কমাতে বিজ্ঞানভিত্তিক পদক্ষেপের উপর গুরুত্বারোপ 
২৯ জন নির্বাচন কর্মকর্তার চাকরি স্থায়ী করল ইসি
চাকসু নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে, চলছে গণনা
শিক্ষাবিদ কাজি গোলাম মহিউদ্দিনের দাফন সম্পন্ন
রূপনগরে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
বিওএ নির্বাচন আগামী ২৯ নভেম্বর
আফগানিস্তানের কাবুলে জোড়া বিস্ফোরণ
১০