এনএসআই পরিচয়ে অর্থ দাবির ঘটনায় রাজধানীতে ১ প্রতারক গ্রেফতার 

বাসস
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২২

ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : তুরস্কের এক নাগরিকের কাছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবির অভিযোগে রাজধানীতে মো. রুবেল হোসেন (৩৮) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয় মিরপুরের পূর্ব কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে গতকাল শনিবার তাকে গ্রেফতার করা হয়। 

উল্লেখ্য, ৩১ আগস্ট টার্কিশ এয়ারলাইনস কর্মকর্তা সেরকান আকান তার বাসা থেকে কর্মস্থলে যাওয়ার প্রস্তুতিকালে অজ্ঞাতনামা নাম্বার থেকে এনএসআই পরিচয়ে একটি কল আসে। 

ফোনকলকারী নিজেকে এনএসআই গুলশান জোনের এডি আব্দুল মুহিন পরিচয় দেন এবং বলেন তার পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ফোন দিয়েছেন।

সেরকান তখন তার দোভাষীর সাথে কথা বলিয়ে দেন। এনএসআই এডি পরিচয়দানকারী ব্যক্তি  এসময় তার পাসপোর্ট নম্বর ও জন্ম তারিখ মিলিয়ে নেয় এবং বলে তার পাসপোর্ট ভেরিফিকেশন করে এসবিতে জমা দিতে হবে। এই কাজের জন্য পাঁচ হাজার টাকা দিতে হবে। না হলে ভেরিফিকেশন আটকে দেবে তখন এক লাখ টাকা দিতে হবে। 

সেরকান তখন তাকে টাকা দিতে অস্বীকার করলে এনএসআই কর্মকর্তা পরিচয়দানকারী ব্যক্তি তাকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে। বিষয়টি পরবর্তীতে টার্কিশ এয়ারলাইনস কর্তৃপক্ষের মাধ্যমে থানায় লিখিতভাবে জানানো হলে গুলশান থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণতন্ত্রের অভিযাত্রায় সংকট সৃষ্টি হলে ‘কালো ঘোড়ার অনুপ্রবেশ’ হতে পারে : রিজভী
ফিলিস্তিনি ৪৫ জনের মরদেহ ফেরত দিল ইসরাইল
রোহিঙ্গাদের জন্য প্রাণরক্ষাকারী স্বাস্থ্যসামগ্রী হস্তান্তর করল ইউএনএফপিএ ও ইউরোপীয় ইউনিয়ন
কৃষি থেকে মিথেন নির্গমন কমাতে বিজ্ঞানভিত্তিক পদক্ষেপের উপর গুরুত্বারোপ 
২৯ জন নির্বাচন কর্মকর্তার চাকরি স্থায়ী করল ইসি
চাকসু নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে, চলছে গণনা
শিক্ষাবিদ কাজি গোলাম মহিউদ্দিনের দাফন সম্পন্ন
রূপনগরে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
বিওএ নির্বাচন আগামী ২৯ নভেম্বর
আফগানিস্তানের কাবুলে জোড়া বিস্ফোরণ
১০