ঢাকা, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস আগামীকাল। নাগরিকদের ব্যক্তিগত গাড়ি ব্যবহার না করে বরং সাইকেল, হাঁটা বা গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করতে গাড়িমুক্ত দিবসের সূচনা হয়।
বিশ্ব অন্যান্য দেশের ন্যায় আগামীকাল বাংলাদেশে পালিত হবে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। ২০১৬ সাল থেকে বাংলাদেশে সরকারি উদ্যোগে দিবসটি পালিত হয়ে আসছে।
‘সমাজ, স্বাস্থ্য এবং পরিবেশ সুরক্ষায় ব্যক্তিগত গাড়ি ব্যবহার সীমিত করি’ এই স্লোগানকে সামনে রেখে ৬২টি সরকারি ও বেসরকারি সংস্থার সম্মিলিত উদ্যোগে এ বছর দিবসটি উদ্যাপন করা হচ্ছে।
দিবসটি উপলক্ষে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টসহ বেশ কয়েকটি বেসরকারি সংস্থা যৌথভাবে এক আলোচনা সভার আয়োজন করেছে।
আগামীকাল সকাল সাড়ে ১০টায় আগারগাঁওস্থ মেট্রোরেল স্টেশনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়) শেখ মইনউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
ডিটিসিএ-এর নির্বাহী পরিচালক নীলিমা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহছানুল হক উপস্থিত থাকবেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) সভাপতি ড. আদিল মোহাম্মদ খান।