সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ হচ্ছে মিথ্যার সঙ্গে লড়াই করা : কাদের গনি চৌধুরী

বাসস
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ২১:০১
কাদের গনি চৌধুরী। ফাইল ছবি

গাজীপুর, ২১ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ হচ্ছে মিথ্যার সঙ্গে লড়াই করা। তাই সাংবাদিকদের হতে হবে সৎ, সাহসী ও নিষ্ঠাবান। 

আজ রোববার দুপুরে গাজীপুর প্রেসক্লাবের ‘চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

কাদের গনি চৌধুরী বলেন, গণমাধ্যমকে সমাজের দর্পণ বলা হয়। সাংবাদিকদের বলা হয় সমাজের ওয়াচ ডগ। দর্পণে প্রতিবিম্বিত হয় সমাজের প্রতিচিত্র। অন্যায়-অবিচার, শোষণ-বঞ্চনা, নির্যাতন-নিপীড়ন, হত্যা-খুন, অপহরণ-গুম, শিশু নির্যাতন-ধর্ষণ, দুর্নীতি ও অধিকার হরণের বিরুদ্ধে একজন সাংবাদিককে সোচ্চার থাকতে হয় সব সময়। চোখ রাঙানো ভয় ভীতিকে উপেক্ষা করে নির্ভীক ও নিরলসভাবে কাজ করতে হয়  সাংবাদিকদের। তাই সাংবাদিকদের হতে হয় সাহসী। সত্যের তরে দৈত্যের সাথে লড়াই করতে হয়।

তিনি বলেন, সত্য বলার বা লেখার সাহসিকতাই সাংবাদিকতার মূলমন্ত্র। তাই গণমাধ্যমের জন্য দরকার সৎ, সত্যনিষ্ঠ ও পক্ষপাতমুক্ত সাংবাদিকতা। আমাদের মনে রাখতে হবে সাংবাদিকরা কোন দলের না, কারো স্বার্থের না। দলমতের ঊর্ধ্বে থেকে সঠিক, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে।

তিনি আরও বলেন, আমরা শুরু থেকেই ডিজিটাল নিরাপত্তা আইন ও সাইবার সিকিউরিটি অ্যাক্টের বিরুদ্ধে আন্দোলন করে আসছি। এখনও এই আইন বহাল কেন? গণমাধ্যমের কণ্ঠরোধে দেশে ৩২টি আইন থাকলেও সাংবাদিকদের সুরক্ষায় কোন আইন নেই। এগুলো এখনও বহাল থাকে কি করে? সাংবাদিকদের সুরক্ষায় আইন প্রণয়নে এত টালবাহানা কেন? ফ্যাসিবাদের দালালরা এখনও গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে, তাহলে বিপ্লবের আর দরকার কি ছিল! মনে রাখবেন গণমাধ্যমের পরাজয় মানে রাষ্ট্রের পরাজয়। তাই গণমাধ্যমকে পরাজিত হতে দেয়া যাবে না।

গাজীপুর প্রেসক্লাবের আহবায়ক সভাপতি খন্দকার গোলাম সরওয়ারের সভাপতিত্বে ও সাংবাদিক মাজহারুল ইসলাম মাসুমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান, গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী, সাংবাদিক দেলোয়ার হোসেন, শরীফ আহমেদ শামীম, শাহ শামসুল হক রিপন,খায়রুল ইসলাম, বেলাল হোসেন, আমিনুল ইসলাম, মুকুল কুমার মল্লিক, শেখ আজিজুল ইসলাম ও  রেজাউল বারি বাবুল প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভারতকে ১৭২ রানের টার্গেট দিল পাকিস্তান
জাহাজ আমদানিতে ভ্যাট মওকুফ বিনিয়োগকারীদের উৎসাহিত করবে: নৌপরিবহন উপদেষ্টা
পোষ্যকোটা পুনর্বহাল ও শিক্ষক নিপীড়নের ঘটনা রাকসু নির্বাচন বন্ধের নামান্তর: শিবির
ঢাবিতে আন্তর্জাতিক ব্যবসা ও প্রযুক্তি সম্মেলন সমাপ্ত
বেপজা’র নতুন প্রধান মেজর জেনারেল মোয়াজ্জেম
কলম্বিয়ায় খনি দুর্ঘটনায় আটকে পড়া ৭ শ্রমিকের লাশ উদ্ধার
রাষ্ট্রদূত হলেন দুই সেনা কর্মকর্তা
৩১ দফা বাস্তবায়িত হলে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে: ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল
ঢাকা-বেইজিংয়ের বন্ধুত্ব শক্তিশালী করতে তরুণদের আহ্বান জানালেন চীনা রাষ্ট্রদূত
মৌলিক চাহিদার প্রায় সবগুলোই ভূমি থেকেই পাওয়া যায় : ভূমি সচিব
১০