কাওলার বাজারে দুস্থ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ বিএনপির

বাসস
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২
বিএনপির উপহার সামগ্রী বিতরণ । ছবি: বাসস

ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): রাজধানীর কাওলার বাজার এলাকায় বিএনপির উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে সহায়তা ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে রোববার প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও মোহাম্মদ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আফাজ উদ্দিন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় জনগণের পাশে থাকার লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করছে বিএনপি।

উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা রফিকুল রহমান ভূঁইয়া।

আফাজ উদ্দিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির মাধ্যমেই দেশকে পুনর্গঠন করা সম্ভব। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি দফা বাস্তবায়ন করা হবে। 

দফাগুলোর মধ্যে স্বাস্থ্যসেবা, শিক্ষা, সুশাসন, নারীর অধিকার এবং যুব সমাজের কর্মসংস্থানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।

এসময় স্থানীয় বিএনপি ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণতন্ত্রের অভিযাত্রায় সংকট সৃষ্টি হলে ‘কালো ঘোড়ার অনুপ্রবেশ’ হতে পারে : রিজভী
ফিলিস্তিনি ৪৫ জনের মরদেহ ফেরত দিল ইসরাইল
রোহিঙ্গাদের জন্য প্রাণরক্ষাকারী স্বাস্থ্যসামগ্রী হস্তান্তর করল ইউএনএফপিএ ও ইউরোপীয় ইউনিয়ন
কৃষি থেকে মিথেন নির্গমন কমাতে বিজ্ঞানভিত্তিক পদক্ষেপের উপর গুরুত্বারোপ 
২৯ জন নির্বাচন কর্মকর্তার চাকরি স্থায়ী করল ইসি
চাকসু নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে, চলছে গণনা
শিক্ষাবিদ কাজি গোলাম মহিউদ্দিনের দাফন সম্পন্ন
রূপনগরে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
বিওএ নির্বাচন আগামী ২৯ নভেম্বর
আফগানিস্তানের কাবুলে জোড়া বিস্ফোরণ
১০