সাতক্ষীরা সীমান্তে ১৫ জনকে হস্তান্তর করেছে বিএসএফ

বাসস
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৫
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ১৫ জনকে বিজিবির কাছে হস্তান্তর বিএসএফ। ছবি: বাসস

সাতক্ষীরা, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ১৫ জনকে বিজিবির কাছে হস্তান্তর করেছে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।  

সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে রোববার সন্ধ্যায় তাদের বিজিবি’র কাছে হস্তান্তর করা হয়। এরপর রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে। আটকৃতদের মধ্যে পাঁচজন নারী, পাঁচজন পুরুষ ও পাঁচজন শিশু রয়েছে।

বিজিবি জানায়, রোববার সন্ধ্যা ৬টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর আমুদিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার বিকাশ কুমার ও তলুইগাছা সীমান্তের বিওপি কমান্ডার আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠকের মাধ্যমে ১৫ জনকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

আটককৃত নূরনবী গাজী জানান, শনিবার রাতে তারা আমুদিয়া বিএসএফ ক্যাম্পে আত্মসমর্পণ করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি ১৫ বাংলাদেশি নাগরিককে থানায় সোপর্দ করেছে। নাম পরিচয় যাচাই বাছাই শেষে আজ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণতন্ত্রের অভিযাত্রায় সংকট সৃষ্টি হলে ‘কালো ঘোড়ার অনুপ্রবেশ’ হতে পারে : রিজভী
ফিলিস্তিনি ৪৫ জনের মরদেহ ফেরত দিল ইসরাইল
রোহিঙ্গাদের জন্য প্রাণরক্ষাকারী স্বাস্থ্যসামগ্রী হস্তান্তর করল ইউএনএফপিএ ও ইউরোপীয় ইউনিয়ন
কৃষি থেকে মিথেন নির্গমন কমাতে বিজ্ঞানভিত্তিক পদক্ষেপের উপর গুরুত্বারোপ 
২৯ জন নির্বাচন কর্মকর্তার চাকরি স্থায়ী করল ইসি
চাকসু নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে, চলছে গণনা
শিক্ষাবিদ কাজি গোলাম মহিউদ্দিনের দাফন সম্পন্ন
রূপনগরে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
বিওএ নির্বাচন আগামী ২৯ নভেম্বর
আফগানিস্তানের কাবুলে জোড়া বিস্ফোরণ
১০