হত্যা মামলায় গ্রেফতার দেখানো হল সালমান-আনিসুল-আতিককে

বাসস
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩৮
সালমান ফজলুর রহমান, আনিসুল হক ও আতিকুল ইসলাম। কোলাজ: বাসস

ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর থানা এলাকায় মাহফুজুর রহমানকে গুলি করে হত্যার অভিযোগে মামলা করা হয়। 
সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান ফজলুর রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামসহ চারজনকে গ্রেফতার দেখিয়েছেন ঢাকার একটি আদালত।

আরেক আসামি হলেন রাজধানীর কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন মোল্লা।

সোমবার কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তারা ওই মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া আবেদন মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছর ১৯ জুলাই রাজধানীর মিরপুর-১০ এ শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেন মাহফুজুর রহমান। এদিন বিকালে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলি চালালে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

এ ঘটনায় চলতি বছর ১৪ ফেব্রুয়ারি মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা করা হয়। এ মামলায় সালমান, আনিসুল, আতিক ও জসিম এজাহারভুক্ত আসামি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় নিহত ৫
নেত্রকোণায় টাইফয়েড টিকাদান কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন
হবিগঞ্জে ৬৫৯ টি মণ্ডপে চলছে শেষ মূহুর্তের সাজসজ্জা
দুর্গাপূজা উপলক্ষ্যে ৩২ হাজার পূজা মন্ডপে ১৬ হাজার মেট্রিক টন চাল বরাদ্দ
মেহেরপুরে রাজহাঁস পালন জনপ্রিয় হয়ে উঠছে
চারদিনের সফরে মালয়েশিয়ায় গেলেন সেনাপ্রধান
গ্যাটউইক বিমানবন্দরে নতুন রানওয়ে নির্মাণের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য 
লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় স্কুল ছাত্র নিহত
আমি আমার দেশকে আর চিনতে পারি না: অ্যাঞ্জেলিনা জোলি
লক্ষ্মীপুরে প্রতারক চক্রের ৪ সদস্য আটক
১০