হত্যা মামলায় গ্রেফতার দেখানো হল সালমান-আনিসুল-আতিককে

বাসস
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩৮
সালমান ফজলুর রহমান, আনিসুল হক ও আতিকুল ইসলাম। কোলাজ: বাসস

ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর থানা এলাকায় মাহফুজুর রহমানকে গুলি করে হত্যার অভিযোগে মামলা করা হয়। 
সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান ফজলুর রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামসহ চারজনকে গ্রেফতার দেখিয়েছেন ঢাকার একটি আদালত।

আরেক আসামি হলেন রাজধানীর কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন মোল্লা।

সোমবার কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তারা ওই মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া আবেদন মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছর ১৯ জুলাই রাজধানীর মিরপুর-১০ এ শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেন মাহফুজুর রহমান। এদিন বিকালে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলি চালালে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

এ ঘটনায় চলতি বছর ১৪ ফেব্রুয়ারি মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা করা হয়। এ মামলায় সালমান, আনিসুল, আতিক ও জসিম এজাহারভুক্ত আসামি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণতন্ত্রের অভিযাত্রায় সংকট সৃষ্টি হলে ‘কালো ঘোড়ার অনুপ্রবেশ’ হতে পারে : রিজভী
ফিলিস্তিনি ৪৫ জনের মরদেহ ফেরত দিল ইসরাইল
রোহিঙ্গাদের জন্য প্রাণরক্ষাকারী স্বাস্থ্যসামগ্রী হস্তান্তর করল ইউএনএফপিএ ও ইউরোপীয় ইউনিয়ন
কৃষি থেকে মিথেন নির্গমন কমাতে বিজ্ঞানভিত্তিক পদক্ষেপের উপর গুরুত্বারোপ 
২৯ জন নির্বাচন কর্মকর্তার চাকরি স্থায়ী করল ইসি
চাকসু নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে, চলছে গণনা
শিক্ষাবিদ কাজি গোলাম মহিউদ্দিনের দাফন সম্পন্ন
রূপনগরে কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
বিওএ নির্বাচন আগামী ২৯ নভেম্বর
আফগানিস্তানের কাবুলে জোড়া বিস্ফোরণ
১০