অসচ্ছল বিচারপ্রার্থীদের অনুকূলে ২৮৬ কোটি টাকা ক্ষতিপূরণ আদায় করেছে লিগ্যাল এইড

বাসস
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৪

ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে অসচ্ছল বিচারপ্রার্থীদের অনুকূলে ২৮৬ কোটি ৫০ হাজার ৭১৮ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

২০০৯ সাল থেকে ২০২৫ সালের আগস্ট মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়।

শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এ আইনি সেবা প্রদান করা হয়। পরে সুপ্রিম কোর্ট, ঢাকা ও চট্রগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেল দেশের কারাগারগুলোতে এ সেবা চালু করে।

প্রতিবেদনে বলা হয়, অসচ্ছল বিচারপ্রার্থীদের অনুকূলে প্রি ও পোস্ট-কেইসে ২৮৬ কোটি ৫০ হাজার ৭১৮ টাকা টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। এর মধ্যে দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিস এর মাধ্যমে ২৭৯ কোটি ২৭ লাখ ১৪ হাজার ৫০৩ টাকা এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল এর মাধ্যমে ৬ কোটি ৭৩ লাখ ৩৬ হাজার ২১৫ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।

২০০৯ সাল থেকে ২০২৫ সালের আগস্ট মাস পর্যন্ত জাতীয় আইনগত সহায়তা সংস্থার অধীনে (লিগ্যাল এইড) সরকারি খরচায় আইনি সহায়তাপ্রাপ্ত উপকারভোগী ১২ লাখ ৮২ হাজার ৯৯৭ জন।

দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল, সরকারি আইনি সহায়তা জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-১৬৪৩০) এই আইনি সেবা প্রদান করা হচ্ছে।

দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচায় এ সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মেক্সিকোতে গ্যাস ট্যাঙ্কার গাড়ি বিস্ফোরণে নিহত বেড়ে ২৯
ফাইনালের আশা বাঁচিয়ে রাখার চ্যালেঞ্জ পাকিস্তান ও শ্রীলংকার
বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকসহ ২ জন কারাগারে
পিরোজপুরকে পরাজিত করেছে বাগেরহাট
বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট
চসিকের বর্জ্য ব্যবস্থাপনায় নৌবাহিনীর ক্যাপ্টেন নিয়োগ 
বিএমইউতে এভিডেন্স বেইজড মেডিসিনে ১৭০ শিক্ষক-চিকিৎসকের প্রশিক্ষণ
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ২ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭৮
ঢাকার নদীগুলো সম্মিলিত প্রচেষ্টায় রক্ষার আহ্বান পানিসম্পদ উপদেষ্টার
১০