অস্ত্র মামলায় রিমান্ড শেষে কারাগারে টগর

বাসস
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৫০

ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : রাজধানীর লালবাগ থানার অস্ত্র মামলায় রিমান্ড শেষে মুশফিক উদ্দিন টগরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যা মামলার আসামি টগর এর আগেও কারাভোগ করেছেন। 

আজ সোমবার দুই দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ রানা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে ২০ সেপ্টেম্বর এ মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফরহাদ ইশতিয়াক তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। 

গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার আজিমপুর এলাকা থেকে বিকালে টগরকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারের সময় তার কাছ থেকে-৩২ মিলিমিটারের একটি রিভলবার, একটি ম্যাগজিন, একটি কাঠের পিস্তলের গ্রিপ, ১৫৫ রাউন্ড (২২ রাইফেল) গুলি, একটি ৭.৬২ মিলিমিটারের মিসফায়ার গুলি, একটি শটগানের খালি কার্তুজ, দু’টি মুখোশ ও দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় র‌্যাব-৩ এর ডিএডি (কোম্পানি কমান্ডার) মো. খালেকুজ্জামান শুক্রবার বিকালে তার বিরুদ্ধে অস্ত্র আইনে লালবাগ থানায় একটি মামলা দায়ের করেন। 

২০০২ সালের ৮ জুন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ক্যাম্পাসে মোকাম্মেল হায়াত খান ও মুশফিক উদ্দিন টগর গ্রুপের মধ্যে দরপত্র সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বুয়েটের কেমিপ্রকৌশল বিভাগের ১৯৯৯ ব্যাচের শিক্ষার্থী সনি। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তাকে কারাদণ্ড দিয়েছিলেন আদালত। সাজাভোগের পর তিনি ২০২০ সালের ২০ আগস্ট কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান টগর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশজুড়ে ৩১ হাজার ৫৭৬ পূজামণ্ডপের নিরাপত্তায় ২ লক্ষাধিক আনসার-ভিডিপি মোতায়েন থাকবে
অন্তর্বর্তী সরকারের আমলেই কুমিল্লা নামে বিভাগ প্রতিষ্ঠা সম্ভব
চট্টগ্রামে পাহাড় থেকে ৬ ‘অস্ত্রধারী সন্ত্রাসী‘ আটক
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে অভিযানে ২৫ জন আটক
বাংলাদেশিদের ঝুঁকিপূর্ণ অভিবাসন পথ এড়িয়ে চলার আহ্বান
ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ ও বিশ্বরোড অংশের কাজ দ্রুত শেষ হবে : সড়ক পরিবহন সচিব
এনসিপির নিবন্ধনের সাথে শাপলা প্রতীক দিতে হবে : নাসির উদ্দিন পাটোয়ারী
অস্ত্র মামলায় রিমান্ড শেষে কারাগারে টগর
সৌদি আরব বাংলাদেশের জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়িতে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার প্রদান
১০