ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর মিরপুরে উপশহর প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের খেলার মাঠ পরিষ্কার করেছে ঢাকা মহানগর উত্তর যুবদল।
ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের নেতৃত্বে গতকাল এ কার্যক্রম সম্পন্ন হয়। এতে বিদ্যালয়ের মাঠটিকে শিশুদের খেলাধুলার উপযোগী করা হয়। এ সময় যুবদলের মহানগর ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য জানানো হয়।