বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় যুবলীগ নেতা উজ্জ্বল দাস গ্রেফতার

বাসস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৩
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকা থেকে যুবলীগ নেতা উজ্জ্বল দাসকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগের একটি দল অভিযান চালিয়ে গতকাল সোমবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে। যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত উজ্জল দাস ঢাকার সূত্রাপুর থানার ৪৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এবং মামলায় এজাহারভুক্ত ৫৯ নম্বর আসামি। 

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত বছরের ১৯ জুলাই পুরান ঢাকার কবি নজরুল কলেজের মোড় সংলগ্ন পাতলা খান লেনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী ও শেখ বোরহান উদ্দিন কলেজের সাবেক শিক্ষার্থী নাদিমুল হক এলেম। এ ঘটনার পর নিহতের মা কিসমত আরা বাদী হয়ে শেখ হাসিনাসহ মোট ৮৯ জনকে আসামি করে সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বর্তমানে ঘটনাটির তদন্ত কার্যক্রম সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণ বিভাগ পরিচালনা করছে।  গ্রেফতারকৃত উজ্জ্বল দাসকে আদালতে সোপর্দ ও রিমান্ডের আবেদনসহ পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন, অপরাপর সদস্যদের শনাক্ত ও গ্রেফতার করার স্বার্থে সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খসড়া ভোটার তালিকা প্রকাশ করল বিসিবি
ঝালকাঠিতে ‘লিগ্যাল এইড’ কমিটির সভা 
খুলনায় ৪২ লাখ শিশু পাবে টাইফয়েড টিকা
বাগেরহাটে সারের বস্তায় হুক মারায় ডিলারকে জরিমানা 
চট্টগ্রামের বাঁশখালীতে যৌথ অভিযানে জালসহ অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ
মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ১২ জন গ্রেফতার
উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এনজিও ও সরকারের মধ্যে সমন্বয় জোরদারের আহ্বান কোইকার
শিল্প পুলিশের সক্ষমতা বৃদ্ধির ফলে খুলনার কল-কারখানায় শৃঙ্খলা ফিরেছে
গ্রাম আদালতকে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অন্তর্ভুক্তিমূলক ন্যায়বিচারের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে হবে
ভারতের বিপক্ষে ইতিবাচক ও ঐক্যবদ্ধ থাকতে চান মাহেদি
১০